Chennaiyin FC: এই জার্মানির ফুটবলার’কে দলে চাইছে চেন্নাইয়িন এফসি

Julius Duker

এক জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডার’কে দলে নেমে বলে মনোস্থির করেছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। ফুটবলার’টির নাম  Julius Düker।  ২৬ বেশি বয়সী এই ৬ ফুট, ২ ইঞ্চির এই ফুটবলার বর্তমানে খেলেন জার্মানির ডার্থ ডিভিশনের ক্লাব TSV Havelse – এ।

Advertisements

TSV Sickte – এর ইউথ প্রোডাক্ট এই ফুটবলার এর আগে খেলেছিলেন – Eintracht Braunschweig II,Eintracht Braunschweig, FC Magdeburg ,SC Paderborn, SV Meppen – এ। দলের মাঝমাঠের বেসামাল পরিস্থিতি সামাল দিতে এই জার্মান ফুটবলারের সাথে যোগাযোগ চালানো হয়েছে চেন্নাইয়িনেরর তরফে। এর আগে,ইস্টবেঙ্গলে খেলে যাওয়া Matti Steinmann – কে দলে নেওয়ার চেষ্টা চালিয়েছিলো চেন্নাইয়িন।

২০২০-২১ মরশুমে লাল হলুদ ব্রিগেডের হয়ে খেলে গেছিলেন তিনি। ১৭ ম‍্যাচে ৪ টি গোল’ও করেছিলেন।এবার তাকে দলে আসন্ন আইএসএলের জন্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল চেন্নাইয়িন এফসি।কথাবার্তা’ও এগোয় বেশ খানিকটা।

Advertisements

২৭ বছর বয়সী এই মিডফিল্ডার জার্মানি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া’তে খেলেছিলেন। বর্তমানে খেলছেন ব্রিসবেন রোয়ারে। জার্মানির বিভিন্ন বয়স ভিত্তিক দলের হয়ে খেলা এই ফুটবলার অবশ্য শেষে অস্ট্রেলিয়া’তেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন আগামী মরশুমে, এমনটাই জানা যাচ্ছে।তাই এবারের মতো তাকে দলে নেওয়ার আশা শেষ চেন্নাইয়িনের।