ICC WC: আসন্ন বিশ্বকাপে এই তিন ক্ষেত্রে ভাবাবে রোহিতকে

নাকের ডগায় এগিয়ে আসছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। এর সাথেই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হডে রোহিত শর্মাকে। আসুন দেখা যাক কোন তিনটি বিষয় ভাবাতে পারে ভারতীয়…

Rohit Sharma

নাকের ডগায় এগিয়ে আসছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। এর সাথেই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হডে রোহিত শর্মাকে। আসুন দেখা যাক কোন তিনটি বিষয় ভাবাতে পারে ভারতীয় অধিনায়ককে।

ভারতের উইকেট রক্ষক বিকল্প

   

ভারতীয় দলে উইকেটকিপার বাছাই হল রোহিতের অন্যতম প্রধান সমস্যা। আসন্ন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের জন্য নির্বাচিত ইশান কিশান এবং সঞ্জু স্যামসন, উভয়ই কার্যকর বিকল্প। অন্যদিকে, কেএল রাহুল বিশ্বকাপের জন্য স্পষ্টতই সুস্থ হয়ে যাবেন বলে মনে হচ্ছে। ফলত, রাহুলকে বিকল্প উইকেটরক্ষক হিসেবে ব্যবহার করা যাবে। এবার কথা হল কিশান বা স্যামসন, এই দুজনের মধ্যে থেকে একজনকে বাছাই করা। দলের কি প্রয়োজন, এবং বিশ্বকাপের তারা কিভাবে এগোবে বলে ঠিক করেছে, তার ওপর নির্ভর করবে কার নাম আসবে বিশ্বকাপ দলে।

মুকেশ কুমার নাকি জয়দেব উনদকাট?

Advertisements

পায়ে খিঁচ লেগেছে বলে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি শার্দুল ঠাকুর। আশা করাই যায়, বিশ্বকাপের আগেই তিনি ঠিক হয়ে যাবেন। তাহলে একজন ব্যাটিং অলরাউন্ডারের সমস্যা মিটবে দলে। তবে যদি অন্যথা হয়, সদ্য অভিষিক্ত মুকেশ কুমার নাকি জয়দেব উনদকাট, কাকে বাছবেন, এই নিয়ে একটু ভাবনাচিন্তা করতে হবে রোহিতকে। বিশেষত অভিষেক ম্যাচ খেলে জায়গা পাকা করেছেন কিনা ভলা পা গেলেও, নিরাশ করেননি মুকেশ, এটুকু তো বলাই যায়। অভিষেক ম্যাচের পারফর্মেন্স তাঁকে উনদকাটের থেকে এগিয়ে রাখে কিনা সেটাও দেখার।

কুল-চা নাকি জাডেজা অক্ষর-অশ্বিন?

রোহিতের জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ স্পিন বিভাগ সাজানো। নিঃসন্দেহে স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা। তবুও, জাডেজার নেতৃত্বাধীন কারা থাকবেন, সেটিও একটি ভাববার বিষয়। একদিকে, যুজবেন্দ্র চাহাল ধারাবাহিক ভাবে ভালো খেলছেন, তাঁকে যে বাদ দেওয়া যায় এমন নয়! পাশাপাশি অবশ্য ভালো খেলতে হবে কুলদীপকেও। তবে কি কুল-চা জুটিকে একসাথে দেখা যাবে ক্রিকেটের বড়ো মঞ্চে? নাকি রোহিত বেঁকবে অক্ষর পটেলের দিকেও? ভারতের ব্যাটিংকে আপাত দৃষ্টিতে শক্তিশালী দেখালেও অনেকসময় তা খাতায় খলমে প্রমান করতে পারেনি ব্যাটিং বিভাগ। সে ক্ষেত্রে একজন অতিরিক্ত স্পিনার অলরাউন্ডার হলে মন্দ কি!
তাছারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অশ্বিনকে বসিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছ ভারত। বিশ্বকাপে তাঁকে ছাড়া মাঠে নামার সাহস কি দেখাবে ভারত? এখন সেটাই দেখার।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News