আগামী মরশুমের জন্য ভাবনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। দলবদলের বাজারে চমক প্রত্যাশা করছেন ফুটবল প্রেমীরা। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) প্রীতম কোটাল দলবদলের বাজারে অন্যতম চর্চিত নাম হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
কিছু দিন আগেই শোনা গিয়েছিল বাগানের প্রীতমকে দলে পেতে আগ্রহী ইন্ডিয়ান সুপার লিগের অন্তত দু’টি দল। এখন আলোচনায় উঠে এসেছে তিনটি ফ্র্যাঞ্চাইজির ক্লাবের নাম- ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স। এটিকে মোহন বাগানের পক্ষ থেকেও শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। সূত্রের খবর, বঙ্গ তনয়কে দলে রাখতে দীর্ঘ মেয়াদী চুক্তির প্রস্তাব দিয়েছে কলকাতার এই ক্লাব।
![ATK Mohun Bagan](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/03/20220301_110746-scaled.jpg)
সবুজ-মেরুন শিবিরের সঙ্গেও চুক্তি বাড়ানোর ব্যাপারে কথা শুরু হয়েছে বলে খবর। সব কিছু ঠিক থাকলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি দলে আরও চার বছর থাকতে পারেন প্রীতম।
দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার প্রীতম কোটাল। অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে বেড়েছে ডিফেন্ডিং ক্ষমতা। সাইড ব্যাকের পাশাপাশি সেন্ট্রাল ব্যকেও খেলতে পারেন তিনি। চলতি মরশুমেও ইন্ডিয়ান সুপার লিগ জেতার অন্যতম দাবিদার প্রীতমদের দল। ১৮ ম্যাচ খেলে তাঁর দলের প্রাপ্ত পয়েন্ট ৩৪।