আগামী দিনে East Bengal ক্লাবে এই চার ফুটবলার নিশ্চিত

কয়েকজন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) কর্তারা ইতিমধ্যে নিশ্চিত করেছেন। তবে আগামী মরশুমে লাল হলুদ জার্সি পরে তাঁরা যে মাঠে নামবেন সে নিশ্চয়তা সমর্থকদের…

East Bengal

কয়েকজন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) কর্তারা ইতিমধ্যে নিশ্চিত করেছেন। তবে আগামী মরশুমে লাল হলুদ জার্সি পরে তাঁরা যে মাঠে নামবেন সে নিশ্চয়তা সমর্থকদের অনেকেই পাচ্ছেন না। এছাড়াও বিভিন্ন বিষয়ে জল্পনা রয়েছে। অন্তত চারজন ফুটবলার নিশ্চিত ইস্টবেঙ্গল ক্লাবে।

সম্প্রতি উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের পক্ষ থেকে খেলোয়াড়দের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী দিনে নেতাজি ব্রিগেডের কারা কোন দলে যাচ্ছেন সেই নাম তুলে ধরা হয়েছে। তালিকা অনুযায়ী মোট চারজন পরতে চলেছেন লাল হলুদ জার্সি। শুভেন্দু মান্ডি, নিরঞ্জন মন্ডল, শুভম ভৌমিক এবং আফতাব আলম আগামী মরশুমে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে যোগ দেবেন।

   

These four footballers will be at East Bengal Club

Advertisements

হীরা মন্ডলের ভাই নিরঞ্জন মন্ডল আগামী মরশুমে লাল হলুদ জার্সি পরে খেলবেন বলে আগেই জানা গিয়েছিল। নিরঞ্জন মূলত সাইডব্যক পজিশনে খেলেন। যদিও হীরা এখনও নিশ্চিত নন। তিনি কোন ক্লাবে সই করবেন সে দিকে লাল হলুদ জনতা তাকিয়ে রয়েছেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News