গোল করার ক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দলগুলোর ভরসার মুখ বিদেশি ফুটবলাররা। কিন্তু আক্রমণ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভারতীয়রা। এবারের আইএলএল-এ অ্যাসিস্ট করার দিক থেকে নজর কেড়েছেন একাধিক ভারতীয় ফুটবলার।
Advertisements
আফগানিস্তানের বিরুদ্ধে প্রত্যাশা মতো খেলতে পারেনি ভারত। তুলনামূলক দুর্বল দলের বিরুদ্ধেও টিম ইন্ডিয়ার আক্রমণ দানা বাঁধেনি। গোলশূন্যভাবে শেষ হয়েছে ম্যাচ। অথচ আক্রমণ তৈরি করার ব্যাপারে ভারতীয় ফুটবলাররা কোনও অংশে কম নন।
এবারের আইএসএল-এ অ্যাসিস্ট করার ব্যাপারে বহু নামী বিদেশি ফুটবলারকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয়রা। আইএসএল-এর দশম সংস্করণে সবথেকে বেশি অ্যাসিস্ট করার তালিকায় প্রথম পাঁচে ভারতীয় ফুটবলারদের আধিক্য রয়েছে।
Advertisements
চলতি ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত সবথেকে বেশি অ্যাসিস্ট করেছেন যে ফুটবলাররাঃ
- মাদিহ তালাল (পাঞ্জাব এফসি)- ১৯ ম্যাচে ৮ টি অ্যাসিস্ট
- মনভির সিং (মোহনবাগান সুপার জায়ান্ট)- ১৬ ম্যাচে ৬ টি অ্যাসিস্ট
- রাফায়েল ক্রিভেলারো (চেন্নাইন এফসি)- ১৮ ম্যাচে ৬ টি অ্যাসিস্ট
- অময় রানাওয়াডে (ওড়িশা এফসি)- ১৮ ম্যাচে ৫ টি অ্যাসিস্ট
- লালরিনজুয়ালা ছাংতে (মুম্বাই সিটি এফসি)- ১৯ ম্যাচে ৫ টি অ্যাসিস্ট