বড় ঘোষণা! কপাল খুলবে এই ৫ ক্রিকেটারের?

শুরু হয়েছে এবারের দলীপ ট্রফি (Duleep Trophy 2024)। জাতীয় দলে জায়গা চূড়ান্ত করার জন্য টিম ইন্ডিয়ায় খেলা তারকা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছে। এমন অনেক…

these 5 cricketers can prove them in duleep trophy 2024

শুরু হয়েছে এবারের দলীপ ট্রফি (Duleep Trophy 2024)। জাতীয় দলে জায়গা চূড়ান্ত করার জন্য টিম ইন্ডিয়ায় খেলা তারকা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছে। এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ায় ডাক পাননি। প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক (Dinesh Karthik) ৫ আনক্যাপড ক্রিকেটারকে বেছে নিয়েছেন যারা এবারের দলীপ ট্রফিতে নজর কাড়তে পারেন।

কেরিয়ার শেষের মুখে! ভারতীয় দলে সুযোগ না-ও পেতে পারেন এই ব্যাটার

   

সামনেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। দলীপ ট্রফিতে নজর কাড়তে পারলে বিসিসিআই (BCCI) নির্বাচকদের গুড-বুকে নাম উঠে যেতে পারে। সেই কথা মাথায় রেখেই এবার ক্রিকেটাররা ঘরোয়া ম্যাচে যোগ দিয়েছেন। এই পরিস্থিতি কোন পাঁচ ক্রিকেটারের দিকে তাকিয়ে রয়েছেন দীনেশ কার্তিক?

দীনেশ নিজে দলীপ ট্রফির সাউথ জোন থেকে খেলতেন। ভারতের এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটারের পছন্দের পাঁচ ক্রিকেটারের মধ্যে দু’জন তামিলনাড়ুর। তামিলনাড়ুর দুই ক্রিকেটার বাবা ইন্দ্রজিৎ (Baba Indrajith) ও সন্দীপ ওয়ারিয়রের (Sandeep Warrier) দিকে চোখ রাখবেন কার্তিক। দীনেশের মতে, ইন্দ্রজিৎ, সন্দীপের পাশাপাশি অভিমুণ্য ঈশ্বরণ (Abhimanyu Easwaran), যশ দয়াল (Yash Dayal) ও মানব সুতার (Manav Suthar) দলীপ ট্রফি ২০২৪-এ নজর কাড়তে পারেন।

‘আমি সরাসরি বলে দিচ্ছি। এক নম্বরে রাখবো বাবা ইন্দ্রজিৎ-এর নাম। ঘরোয়া ক্রিকেটে সত্যিই ভাল পারফর্ম করেছেন, গড় ৬০-এর কাছাকাছি। দুই নম্বরে রাখবো বাঁ-হাতি স্পিনার মানব সুতারকে। মানবকে আমি খুব কাছ থেকে দেখছি। অসাধারণ বাঁ-হাতি স্পিনার, সত্যিই প্রতিভাবান’, বলেছেন দীনেশ কার্তিক।

মাত্র ৭০ বলে হাফ সেঞ্চুরি, জাতীয় দলে ফিরতে দলীপকেই পাখির চোখ পাড়িক্কলের

‘তামিলনাড়ুর সন্দীপ ওয়ারিয়র খুব ভাল পারফর্ম করেছেন। দীর্ঘ ফর্ম্যাটে কার্যকর ভূমিকা নিতে পারেন। আইপিএলেও প্রতিভার ঝলক আমরা দেখেছি। কিন্তু ওর আসল দক্ষতা চার দিন বা পাঁচ দিনের ফরম্যাটে দেখা যাবে। অবশ্যই যশ দয়ালের কথা বলতে হবে। আরসিবির হয়ে সত্যিই ভাল পারফর্ম করেছেন এবং ক্রিকেটার হিসেবে খুব দক্ষ। সবশেষে অভিমন্যু ঈশ্বরণ। টেস্ট টিম সুযোগ পাওয়ার খুব চলে গিয়েছিলেন এক সময়।’