ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের জন্য খুশির খবর। অবশেষে কলকাতায় আসছেন ফরাসি ফুটবলার মাদিহ তালাল (Madih Talal)। জানা গিয়েছে, আজ রাত ২টো বেজে ২০ মিনিটে তিলোত্তমার বুকে পা রাখবেন এই দাপুটে ফুটবলার। গত কয়েক সপ্তাহ ধরেই ভিসাজনিত সমস্যা দেখা দিয়েছিল মাদিহ তালালের। যারফলে, ভারতে আসা নিয়ে দেখা দিয়েছিল জল্পনা।
তড়িঘড়ি করে তাকে দেশে উড়িয়ে আনতে তৎপর হয়ে ওঠে ইমামি ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার সকালের মধ্যেই এসে পৌঁছাবেন এই মিডফিল্ডার। যা কিছুটা হলেও স্বস্তি দেবে স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতকে।
গত মরসুমে পাঞ্জাব এফসি জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল এই বিদেশি ফুটবলারের। ইন্ডিয়ান সুপার লিগে দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট ছিল মাদিহ তালালের। স্বাভাবিকভাবেই নতুন মরসুমে তাকে দলে পাওয়ার জন্য আসরে নেমে পড়েছিল আইএসএলের একাধিক ফুটবল ক্লাব।
শেষ পর্যন্ত বাজিমাত করে ইমামি ইস্টবেঙ্গল। আসন্ন ফুটবল মরসুমে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপোর পাশাপাশি এই ফরাসি ফুটবলারের দিকেও নজর থাকবে সমর্থকদের। উল্লেখ্য, গত ৩ রা জুলাই থেকেই কুয়াদ্রাতের তত্ত্বাবধানে প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছে লাল-হলুদের সিনিয়র দল।
যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছিল অধিনায়ক ক্লেটন সিলভা, সাউল ক্রেসপো সহ অন্যান্য ফুটবলারদের। কিন্তু বাকি বিদেশি ফুটবলারদের আশা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে গত কয়েকদিন আগে শহরে পা রেখেছেন হিজাজি মাহের। এবার আসতে চলেছেন মাদিহ তালাল। সব ঠিকঠাক এগোলে শীঘ্রই শহরে পা রাখবেন গ্ৰীক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্তাকস।