Shane Warne: প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও লেগ স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne) প্রয়াত। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বয়স হয়েছিল ৫২ বছর।  সূত্র…

Shane Warne: প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও লেগ স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne) প্রয়াত। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বয়স হয়েছিল ৫২ বছর। 

সূত্র উদ্ধৃত করে ফক্স নিউজ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ওয়ার্নের মৃত্যুর বিষয়টি প্রকাশ করেছে। থাইল্যান্ডের কোহ সামুইয়ের নিজের বাংলোতে কিংবদন্তি অজি স্পিনারকে নিস্তেজ অবস্থায় পাওয়া গিয়েছিল। চিকিৎসকরা বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরিবার আপাতত এর বেশি কিছু না জানাতে অনুরোধ করেছে।

অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর টেস্ট অভিষেক হয়েছে ১৯৯২ সালে। ২০০৭ সাল পর্যন্ত টেস্ট খেলেছিলেন। ১৪৫টি টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ৭০৮ উইকেট রয়েছে ওয়ার্নের ঝুলিতে। একদিনের ম্যাচ খেলেছেন মোট ১৯৪টি। উইকেট নিয়েছেন ২৯৩টি।

Advertisements

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি উইকেটরক্ষক রোড মার্শ। তাঁর মৃত্যুতে ওয়ার্ন নিজে শোক প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘রোড মার্শের মৃত্যুতে আমি শোকাহত। তিনি অস্ট্রেলিয়ার একজন কিংবদন্তি। দেশটির অসংখ্য নারী ও পুরুষ ক্রিকেটারের উৎসাহের নাম ছিলেন মার্শ।’

তিনি অস্ট্রেলিয়ার ১৯৯৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ২০০৫ সালে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেললেও ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন ২০১৩ পর্যন্ত। আইপিএলে রাজস্থান রয়্যালসকে শিরোপা জিতিয়েছিলেন। শেন ওয়ার্ন উইজডেনের পাঁচজন শতাব্দী সেরা ক্রিকেটারদের একজন।