পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি জয় শাহের বিরোধ চলছে। পিসিবি অভিযোগ করেছে যে জয় শাহ একতরফাভাবে এশিয়া কাপ ২০২৩ (Asia Cup ) সুপার ফোরের অন্যান্য ম্যাচগুলির মধ্যে ভারত বনাম পাকিস্তান ভেন্যু হিসাবে কলম্বোকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর পিছনে পাকিস্তানের মিডিয়া একটি রহস্যময় ইমেলের কথা তুলে ধরেছে। যেটা নাকি জয় শাহ প্রেরণ করেছিলেন এবং তারপরে প্রত্যাহার করে নিয়েছিলেন।
সোমবার রাত পর্যন্ত নিশ্চিত ছিল যে কলম্বোর খারাপ আবহাওয়ার কারণে এশিয়া কাপ ২০২৩ সুপার ম্যাচগুলো হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে। কিন্তু কিছুক্ষণ পর ফের অন্য খবর, জানা যায় ম্যাচের স্থান বদল হচ্ছে না।
বিভিন্ন জায়গায় দাবি করা হয়েছে, কলম্বোর সব ম্যাচ হাম্বানটোটায় সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করে সমস্ত সদস্য বোর্ডকে ই-মেইল পাঠিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। মাঠ বদলের খবর দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল ক্রিকেট মহলে। রাতারাতি পাওয়া গেল অন্য খবর। পূর্বের সূচি অনুযায়ী খেলা হবে, মাঠে বদল হচ্ছে না। কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল? এই প্রশ্ন থাকছে। সত্যি যদি এমনটা হয়ে থাকে তাহলে কলম্বোর প্রতি আয়োজকরা কেন এতো সদয় সেই প্রশ্নও থেকে যাবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ দিন প্রতিদিন বৃষ্টিপাতের সম্ভাবনা ৭০-৯০ শতাংশ। রবিবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। ভারত বনাম পাকিস্তানের একটি ম্যাচ ইতিমধ্যে বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার ফলে শুধু ব্রডকাস্টাররাই নয়, আয়োজকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে। যেহেতু পুরো টুর্নামেন্টটি কমপক্ষে দুটি ভারত বনাম পাকিস্তান ম্যাচের উপর নির্ভরশীল, তাই ম্যাচের নিশ্চয়তা প্রয়োজন।