HomeSports News'মোহনবাগানের পরিণতি' চাইছে না Mohammedan SC

‘মোহনবাগানের পরিণতি’ চাইছে না Mohammedan SC

- Advertisement -

আশা ছিল কলকাতা ময়দানে নতুন পথ দেখাতে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বিনিয়োগকারী বাংকারহিলের সঙ্গে হাত মিলিয়ে দৌড়বে ব্ল্যাক প্যান্থার। দৌড় হয়তো শুরু হয়েছিল। কিন্তু পথে কাঁটা। দুই পক্ষের মধ্যে মতের অমিল। কোম্পানির দাবি মেনে নিতে পারছে না ক্লাব কর্তৃপক্ষ।

সম্প্রতি জানা গিয়েছিল যে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাংকারহিলের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে। বিষয়টির গভীরতা সম্পর্কে প্রথমে আঁচ করা যায়নি। রবিবারের খবর অনুযায়ী, ক্লাবের কাছ থেকে আরও এক শতাংশ শেয়ার দাবি করেছে কোম্পানি। উভয় তরফে ৫০ শতাংশ শেয়ার রয়েছে। সেখান থেকে আরও এক শতাংশ দিয়ে দিলে ক্লাবের কাছে থাকবে মালিকানার ৪৯ শতাংশ এবং কোম্পানির কাছে ৫১ শতাংশ। সাদা কালো কর্তারা গোষ্ঠীর হাতে মালিকানার অর্ধেকের বেশি তুলে দিতে চাইছেন না।

   

এ প্রসঙ্গে ক্লাব কর্তা মহম্মদ কামারুদ্দিন সংবাদ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, ‘আজকে ওঁরা এক শতাংশ চাইছে, আগামীদিনে ওঁরা নব্বই শতাংশ চাইবে না, তার নিশ্চয়তা কোথায়?’ কর্তার আশঙ্কা, পঞ্চাশ শতাংশের বেশি শেয়ার হাতছাড়া হলেই ক্লাবের নিয়ন্ত্রণ চলে যেতে পারে কোম্পানির কাছে। ‘যেটা হয়েছিল মোহনবাগানের সঙ্গে।’

জানা গিয়েছে, নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিতে চাইছে বাংকারহিল। সেই শেয়ার কিনে ক্লাবে আসতে পারে নতুন ইনভেস্টর। সেই নতুন পক্ষ নাকি একান্ন শতাংশ শেয়ারের কম দায়িত্ব নিতে রাজি হচ্ছে না। বাংকারহিলের আশা, সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে। আলোচনা জারি রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular