Team India: ‘ভাই, এখানে এসে যা দেখছি…’, আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই চ্যালেঞ্জের মুখে রিঙ্কু সিংরা

Team India's Light-hearted Moments

Advertisements

ভারতীয় ক্রিকেট বোর্ড দলের (Team India) অনুশীলন সেশনের সময়ের একটি আকর্ষণীয় ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিও থেকে উত্তর ভারতে শীতের প্রভাব সম্পর্কে অনুমান করা যায় । ভিডিওটি শুরু হয় অক্ষর প্যাটেলকে দিয়ে। দুই হাত ঘষে গরম রাখার চেষ্টা করছিলেন নিজেকে এবং জিজ্ঞাসা করেন, ‘আরে ভাই, দেখ তো এখন কত ডিগ্রি। সামনের ব্যক্তি বলেন ১২ ডিগ্রী। অক্ষর তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ান এবং বলেন, বলছে ১২ কিন্তু মনে হচ্ছে ৬।’

অক্ষর প্যাটেলের পর এই ভিডিওতে দেখা যায় আরশদীপ সিংকে। আরশদীপ পাঞ্জাবের এবং এই ঠান্ডা তার পরিচিত। তা সত্ত্বেও ঠাণ্ডায় অস্থির আরশদীপ। তবে তিনি মজা করে বলেন, ‘খুব গরম লাগছে। এই মুহূর্তে হাফ হাতা পড়ে ঘুরছি। একটু ঠাণ্ডা হলে ভালো হতো।’ আরশদীপ সিংয়ের পর ভিডিওতে আসেন শুভমান গিল। আরশদীপের মতো শুভমনও পাঞ্জাবের। তারা প্রথমে রসিকতা করে বলেন যে এখানে খুব ঠান্ডা নেই। কিন্তু এর পরেই গিল বলে, ‘আসলে এখানে খুব ঠান্ডা। আমার ধারণা এখানে তাপমাত্রা ৭ ডিগ্রি হবে। দুই হাত পকেটে রেখেছি।’

Advertisements

শিবম দুবে এরপর বলেন, ভাই মজা হবে। কুলদীপ বললেন, ‘বল গ্রিপ করা কঠিন হবে।’ এই ভিডিওতে রিংকু সিং বলছেন ‘ভাই, খুব ঠান্ডা লাগছে। আমি সবেমাত্র কেরালায় রঞ্জি ম্যাচ খেলে ফিরে এসেছি। মে-জুন মাসে গরম আছে এবং কিন্তু এখানে আসার পর দেখছি ভাই…।’

এই পর্বে শিবম দুবে নিজের মনোভাব ব্যক্ত করে জানান যে এখানে ক্রিকেট খেলা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে, তবে মজা হবে। শিবমের পর দেখা যায় রাহুল দ্রাবিড়কে। একটি ক্যাপ পরা দ্রাবিড় তার দুই হাত ঘষে বলেন যে এখানে বেঙ্গালুরুর তুলনায় খুব ঠান্ডা। কুলদীপ যাদব বলেছেন যে এখানে বল গ্রিপ করা কঠিন হবে কারণ তিনি এই ঠান্ডায় খেলতে অভ্যস্ত নন।