Team India: এশিয়া কাপে ভারতের হেড কোচ সম্পর্কে মিলল বড় ইঙ্গিত

২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে হতে চলা ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকার কারণে এশিয়ান গেমসে ভারতীয় দলের (Team India) অংশ হতে পারবেন না টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়।

Asia Cup team India
  

২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে হতে চলা ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকার কারণে এশিয়ান গেমসে ভারতীয় দলের (Team India) অংশ হতে পারবেন না টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান এবং জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) বর্তমান সভাপতি ভিভিএস লক্ষ্মণ ২০২৩ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ হতে পারেন।

এই প্রতিযোগিতায় মহিলা দলের অস্থায়ী কোচ হতে পারেন প্রাক্তন অলরাউন্ডার ঋষিকেশ কনিৎকর। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হাংঝুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ভারতীয় পুরুষ দলের নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কওয়াড় এবং মহিলা দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। তবে বাংলাদেশে তার বিতর্কিত আচরণের জন্য আইসিসি কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার কারণে তিনি প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না।

   

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। প্রাক্তন লেগ স্পিনার সাইরাজ বাহুতুলে বোলিং কোচের ভূমিকায় এবং মুনিশ বালি ফিল্ডিং কোচের ভূমিকায় দেখা যাবে। প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে শুরু হওয়া নতুন আন্তর্জাতিক ঘরোয়া মরসুম শুরু না হওয়া পর্যন্ত নারী দলের জন্য নতুন প্রধান কোচ ও সাপোর্ট স্টাফ নিয়োগের বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে।

কনিৎকরকে এশিয়ান গেমসের জন্য মহিলা দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। মহিলা দলের বোলিং কোচ এর দায়িত্ব পালন করবেন রাজীব দত্ত এবং ফিল্ডিং কোচ হয়েছেন শুভদীপ ঘোষ।

ভারতীয় পুরুষ দল: ঋতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক)।

ভারতীয় মহিলা দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), আমানজোত কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সারওয়ানি, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কওয়াদ, মিন্নু মণি, কনিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটরক্ষক), অনুশা বারেড্ডি।