HomeSports NewsTeam India: ২৪ বছরের পুরনো রেকর্ড ভাঙতে পারে ভারত

Team India: ২৪ বছরের পুরনো রেকর্ড ভাঙতে পারে ভারত

- Advertisement -

ভারত (Team India) বনাম ইংল্যান্ড সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচটি হবে ধর্মশালায়। ২৪ বছরের পুরনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এই ম্যাচে। তবে এটা তখনই সম্ভব যখন ধর্মশালা টেস্টে আরও একজন নতুন খেলোয়াড়ের অভিষেক হবে।

এই মুহূর্তে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। এখনও পর্যন্ত সিরিজের তিনটি ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এখন সিরিজের শেষ ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিতে চাইবে ভারতীয় দল। আসলে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ধর্মশালা টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন রজত পতিদার। এর ফলে টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেকের সুযোগ পেতে পারেন দেবদূত পাড়িক্কল।

   

এখনও পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে চলা টেস্ট সিরিজে অভিষেক হয়েছে টিম ইন্ডিয়ার ৪ জন ক্রিকেটারের। যার মধ্যে রয়েছেন সরফরাজ খান, রজত পতিদার, ধ্রুব জুরেল এবং আকাশ দীপ। এরপর দেবদূত পাড়িক্কলের যদি ধর্মশালা টেস্টে টিম ইন্ডিয়ার অভিষেক হয়, তাহলে এই সিরিজে ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া পঞ্চম খেলোয়াড় হবেন তিনি। সেই সঙ্গে ২৪ বছরের পুরনো রেকর্ডও ভেঙে যাবে।

এর আগে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে চার ক্রিকেটারের অভিষেক হয়েছিল। যেখানে মুরলী কার্তিক, মহম্মদ কাইফ, ওয়াসিম জাফর এবং নিখিল চোপড়া টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক টেস্ট অভিষেক করেছিলেন। রজত পতিদার ছাড়া এখনও পর্যন্ত সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং আকাশ দীপ। নিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করেন সরফরাজ খান। এর পরে, ধ্রুব জুরেল চতুর্থ টেস্ট ম্যাচে খুব ভাল পারফরম্যান্স করেছিলেন এবং তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। অভিষেক টেস্টেও ৩ উইকেট পেয়েছেন আকাশ দীপ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular