Team India: এখনও হাসপাতালে ঈশান, করা হয়েছে সিটি স্ক্যান

এখনও ভালো নেই ঈশান কিষাণ। হাসপাতালে রয়েছেন তিনি। পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা (Team India)।      শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন ঈশান (Ishan Kishan)। মাথায় বল…

short-samachar

এখনও ভালো নেই ঈশান কিষাণ। হাসপাতালে রয়েছেন তিনি। পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা (Team India)। 

   

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন ঈশান (Ishan Kishan)। মাথায় বল লেগেছিল। দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন লাহিরু কুমারার বলে মাথায় চোট পেয়েছিলেন তিনি। সরাসরি হেলমেটে লেগেছিল বল। এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হিমাচল প্রদেশের কাংরার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। সিটি স্ক্যান হয়েছে বলে খবর। 

Team India
তখন মাঠেই চলছিল কনকাশন টেস্ট

মাঠেই কমকাশন টেস্ট করা হয়েছিল ভারতের এই তরুণ ক্রিকেটারের। সাময়িক পরীক্ষার ফের ক্রিজে ফিরে আসেন তিনি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি ইনিংস। এক ওভার পরে লাহিরুর বলেই ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন ঈশান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে আরও এক ক্রিকেট চোট পেয়েছিলেন। দ্বিতীয় টি-২০ ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছেন একজন লঙ্কান ক্রিকেটার। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।