মাত্র ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ল ভারত

এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার অন্যতম দাবিদার তাঁরা। সদ্যই বাংলাদেশকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করে ক্রমতালিকায় অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে দিয়েছিলেন রোহিত শর্মা এন্ড কোম্পানি। তবে বাংলাদেশকে হারালেও…

Team India Collapses for 46 in First Innings with a Dismal Performance

এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার অন্যতম দাবিদার তাঁরা। সদ্যই বাংলাদেশকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করে ক্রমতালিকায় অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে দিয়েছিলেন রোহিত শর্মা এন্ড কোম্পানি। তবে বাংলাদেশকে হারালেও যেভাবে টিম সাউদি, ম্যাট হেনরি, উইলিয়াম ও’রুর্করা ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে আজ লজ্জার মুখে ফেলে দিলেন তাতে একপ্রকার চমকে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। চলতি ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথম ইনিংস খেলতে নেমে কিউয়ি বোলারদের দাপটে মাত্র ৪৬ রানেই গুটিয়ে গিয়েছে ভারত। যা টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর আর দেশের মাটিতে সর্বনিম্ন (IND vs NZ Live Score Day 2nd)।

ক্রিকেটকে বলা হয় চরম অনিশ্চয়তার খেলা। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে জঘন্য খেলে নিজেদের সর্বনিম্ন স্কোর করেছিলেন ভারতীয় ব্যাটাররা। বিভীষিকাময় সেই টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে সর্বনিম্ন স্কোর করার রেকর্ড গড়েছিলেন বিরাট- রাহানে- বুমরাহরা। এছাড়াও দেশের মাটিতে এর আগে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ৭৫ রান। সেটি ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আজ মাত্র ৪৬ রানে অলআউট হয়ে সেই লজ্জার রেকর্ডও ভাঙযেন রোহিত শর্মা এন্ড কোম্পানি।

   

এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হয়েছেন ৫ জন। যাঁদের মধ্যে প্রত্যেকেই বিশ্ব ক্রিকেটে ‘আলোচিত’ ক্রিকেটার। ব্যাঙ্গালোর টেস্টের দ্বিতীয় দিনে শূন্য করে আউট হয়েছেন বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন,রবীন্দ্র জাদেজা। সর্বশেষ ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের ৫জন আউট হয়েছিলেন শূন্য রানে। সেদিন ভারত অলআউট হয়েছিল ৮৩ রানে। যদিও এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এক ইনিংসে এমন কিছু ভারতের জন্য নতুন নয়।

বিরাট-সরফরাজের ‘গোল্ডেন ডাকে’ প্রথম টেস্টের শুরুতেই বিপাকে ভারত

চলতি বছরের জানুয়ারিতেই কেপ টাউনে এক ইনিংসে ভারতের ৬ ব্যাটসম্যানও শূন্য রানে আউট হয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। তবে এদিন নিউজিল্যাণ্ড বোলারদের কৃতিত্বই সবথেকে বেশি। পুরো সকালটা জুড়েই ছিল নিউজিল্যান্ডের তিন পেসারের পেস, সুইং ও বাউন্সের দুর্দান্ত প্রদর্শনী। ম্যাট হেনরির ১৫ রানে ৫ উইকেট, উইলিয়াম ও’রুকের ২২ রানে ৪ উইকেটের সৌজন্যে লাঞ্চের আগেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। এছাড়াও টিম সাউদি ৬ ওভারে ৪টিই মেডেন, ৮ রান দিয়ে নেন ১ উইকেট।

ভারতীয় ব্যাটারদের মধ্যে বাকিরা শূন্য করলেও, ঋষভ পন্থ (Rishabh Pant) ৪৯ বলে ২০ ও যশস্বী জয়সওয়াল ৬৩ বলে ১৩ রান করেন। রোহিত শর্মা ২, জসপ্রীত বুমরাহ ১ রান করেন। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের স্কোর ছিল ২৩.৫ ওভারে ৬ উইকেটে ৩৬। লাঞ্চের পর প্রথম বলেই আউট হন রবিচন্দ্রন অশ্বিন। শেষ অবধি ৩১.২ ওভারে ৪৬ রানে শেষ ভারত। কুলদীপ যাদব ২, জসপ্রীত বুমরাহ ১ রানে আউট হন। ১৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।

ঋষভের ৪৯ বলে ২০ রানের ইনিংস দেখে অবশ্য বোঝার উপায় নেই, তিনি নিজের মতো করেই খেলতে চেয়েছেন। ইনিংসের প্রথম বাউন্ডারি অবশ্য তিনিই মেরেছিলেন। সেটা ইনিংসের ৭৭ তম বলে। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে যশস্বী জয়সোয়ালের কাছ থেকে। তিনি করেছেন ১৩ রান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাচ্ছে ভারত? জানুন চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত উল্লেখ্য যে এই সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশকে হারিয়ে ‘ফেভারিট’ ছিল ভারত। অন্যদিকে কেন উইলিয়ামসনের চোট এবং সদ্য শ্রীলংকার বিরুদ্ধে হেরে কিছুটা হলেও পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। তাই হারের সেই সেই ক্ষুধা মেটানোর জন্যই বোধ হয় নিউজিল্যান্ডের এমন প্রদর্শনী! গত মাসে গ্রেটার নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে টেস্টে একটি বলও হয়নি বাজে আবহাওয়ার প্রভাবে। এরপর আবার নিউজিল্যান্ড যখন ভারতে এসেছে, সেখানেও হাজির হয় বৃষ্টি। বেঙ্গালুরুতে কাল বৃষ্টিতে ভেসে গেছে এই টেস্টে প্রথম দিনের খেলা। অর্থাৎ, ভারতে টানা ছয় দিন নিউজিল্যান্ডের টেস্ট ভেসে গেছে বৃষ্টিতে। তাই টস জিতে ব্যাট নেওয়াটা বোধ হয় বুমেরাং হয়ে গেল রোহিত শর্মার কাছে। তবে ভারত লড়াই করতে জানে। প্রথম ইনিংসে ব্যাট হাতে বিপর্যয়ের পর বল হাতে বুমরাহ-সিরাজরা কতটা ঘুরে দাঁড়ান (IND vs NZ Live Score Day 2nd) সেটাই এখন দেখার বিষয়।