প্রয়াত লাল-হলুদ ভক্তকে শ্রদ্ধার্ঘ জানাতে ম্যাচে বিশেষ উদ্যোগ টিম ইস্টবেঙ্গলের

East Bengal

প্রয়াত ইস্টবেঙ্গল ভক্ত সন্দীপ চক্রবর্তী(স্যান্ডি) স্মরণে এবং তার অকাল প্রয়াণে শ্রদ্ধার্ঘের উদ্দ্যেশে আজ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবলারেরা কালো আর্ম ব্র‍্যান্ড পরে খেলতে নামবে সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আদ্যোপান্ত ইস্টবেঙ্গল সমর্থক সন্দীপ চক্রবর্তী (স্যান্ডি) এই নামেই বন্ধু মহলে অতি পরিচিত ছিল।প্রয়াত সমর্থকের একটি ছোট্ট শিশু কন্যা আছে।

   

East Bengal

সম্প্রতি, ডার্বি ম্যাচ চলাকালীন এক ইস্টবেঙ্গল ভক্ত গ্যালারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।ঘটনা সামনে আসতেই ইস্টবেঙ্গল এফসি এবং ATKমোহনবাগান খেলোয়াড়রা প্রয়াত ওই সমর্থকের পরিবারের পাশে এসে দাড়াই।ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব থেকে পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।ভারতীয় ফুটবল সার্কিটে এই দুর্ভাগ্যজনক ঘটনা চিরপ্রতিদ্বন্দ্বীতার সমস্ত আবেগকে ধুয়ে মুছে দিয়ে মানবিক মূল্যবোধের জলজ্যান্ত ছবি তুলে ধরেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন