Rinku Singh: রিঙ্কু সিংয়ের অভাবে ভেঙে পড়ল দল, ৬০ রানে ১০ উইকেট

আইপিএল ২০২৩-এর পর থেকেই বেশ আলোচনায় রয়েছেন রিঙ্কু সিং। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে দলকে…

Rinku Singh

আইপিএল ২০২৩-এর পর থেকেই বেশ আলোচনায় রয়েছেন রিঙ্কু সিং। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে দলকে জয় এনে দিয়েছিলেন। এরপর থেকে রিঙ্কু আধিপত্য বিস্তার করে চলেছে। তিনি প্রতিটি দলের প্রাণ হয়ে উঠেছেন। টিম ইন্ডিয়াতেও রিঙ্কু তার ফিনিশারের ছাপ রেখে গেছেন। কিন্তু রিঙ্কু সিংয়ের অভাবে অন্য একটি দলের অবস্থা এখন শোচনীয়।

Advertisements

রঞ্জি ট্রফির গত ম্যাচে উত্তর প্রদেশ দলের সঙ্গে ছিলেন রিঙ্কু এবং সেখানেও নিজের ব্যাটের শক্তি দেখিয়েছিলেন তিনি। কেরালার বিপক্ষে খেলা ম্যাচে তিনি প্রথম ইনিংসে ৯২ রান করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিং আসেনি।

   

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছে উত্তরপ্রদেশ দল। এই ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ মাত্র ৬০ রানে গুটিয়ে যায়। ১০০ রানের কাছাকাছিও যেতে পারেনি দলটি। দলের মাত্র তিনজন খেলোয়াড় ডাবল ডিজিটে যেতে পেরেছেন। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন সমর্থ সিং। এছাড়া ওপেনার আরিয়ান জুয়াল ও নীতীশ রানা ১১ রান করেন। সম্প্রতি আইপিএলে দল পাওয়া সমীর রিজভীও এই ম্যাচে ব্যর্থ হয়ে মাত্র সাত রান করতে পেরেছেন।

বাংলার হয়ে মহম্মদ কাইফ নেন ৪ উইকেট। ভারতীয় ক্রিকেট দলের তারকা বোলার মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। সুরজ সিন্ধু জয়সওয়াল নেন তিনটি উইকেট। ঈশান পোরেল নেন দুটি উইকেট। বাংলার ইনিংসটিও খুব একটা বিশেষ ছিল না। দিনের খেলা শেষে ৯৫ রানে পাঁচ উইকেট হারায় বাংলা।