জনি কাউকোর বিকল্প খুঁজে পেতে কালঘাম ছুটেছে টিম ম্যানেজমেন্টের

হাঁটুর চোটের কারণে জনি কাউকো (Joni Kauko) আইএসএল সেশনের মাঝপথে ফিনল্যান্ড উড়ে গিয়েছেন। এমন অবস্থায় মোহনবাগান কাউকোর (ATK Mohun Bagan) বিকল্প ফুটবলার খুঁজে পেতে হিমশিম…

Joni Kauko

হাঁটুর চোটের কারণে জনি কাউকো (Joni Kauko) আইএসএল সেশনের মাঝপথে ফিনল্যান্ড উড়ে গিয়েছেন। এমন অবস্থায় মোহনবাগান কাউকোর (ATK Mohun Bagan) বিকল্প ফুটবলার খুঁজে পেতে হিমশিম খাচ্ছে।

সূত্রে খবর,লোনে নেওয়া যায় এমন কোনও খেলোয়াড়ের হদিশ দিতে পারেনি এজেন্টরা।তাই জনি কাউকোর বিকল্প ফুটবলার খুঁজে পেতে কালঘাম ছুটে যাচ্ছে টিম ম্যানেজমেন্টের।

সবুজ মেরুন হেডকোচ হুয়ান ফেরান্দো জানিয়েই দিয়েছেন,জনি কাউকোর চোট গুরুতর। অস্ত্রোপচার করতে হবে। ফলে চলতি ২০২২-২৩ আইএসএল মরসুমে জনি কাউকোর সার্ভিস পাবে না মেরিনার্স ক্যাম্প।এই কারণে শীতকালীন ফিফা ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে জনি কাউকোর বিকল্প খুঁজতে নেমে রীতিমতো বেকায়দায় পরে গিয়েছে ATKমোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক।

চলতি আইএসএলে সবুজ মেরুন ব্রিগেড পয়েন্ট টেবলে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে।মুম্বই সিটি এফসি ৯ ম্যাচে ২১ পয়েন্টে লিগ টপার।হায়দরাবাদ সিটি এফসি ১৯ পয়েন্ট নিয়ে দুই’এ,তিনে ওডিশা এফসি ১৮,এফসি গোয়া ১২ পয়েন্টে ছ’নম্বরে আর পাঁচ নম্বরে কেরালা ব্লাস্টার্স এফসি ১৫ পয়েন্টে। আইএসএলের প্রথম ৬ দলের মধ্যে ২-৩ পয়েন্টের ব্যবধান রয়েছে।তাই এই জায়গাতে এসে প্রতিটি দলের কাছে ম্যাচ গুলো হয়ে দাঁড়িয়েছে ফাইনালের মতো।তাই লিগ টপার হওয়ার সুযোগের মুখে দাঁড়িয়ে জনি কাউকোর চোট পেয়ে ছিটকে যাওয়া একটা বড় ধাক্কা গোটা ATKমোহনবাগান শিবিরের কাছে।গোদের ওপর বিষফোঁড়া জনি কাউকোর বিকল্প খুঁজে না পাওয়া।