Tata Steel World 25K : ২১ ডিসেম্বর ভাইচুংয়ের সঙ্গে দৌড়বে কলকাতা, অংশগ্রহণ করবেন কিভাবে? জানুন বিশদে

শীতের কলকাতা (Kolkata) মানেই শহরের প্রাণে দৌড়ের উত্তেজনা। ২১ ডিসেম্বর, শহরের বুকে আবারও ছড়িয়ে পড়বে পা ফেলার প্রতিধ্বনি। আসছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে (Tata Steel…

Tata Steel World 25K Kolkata Marathon celebrate a decade of running glory on 21 December 2025

শীতের কলকাতা (Kolkata) মানেই শহরের প্রাণে দৌড়ের উত্তেজনা। ২১ ডিসেম্বর, শহরের বুকে আবারও ছড়িয়ে পড়বে পা ফেলার প্রতিধ্বনি। আসছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে (Tata Steel World 25K) কলকাতা ম্যারাথন (Kolkata Marathon)। ভারতের অন্যতম বৃহৎ জনঅংশগ্রহণমূলক ক্রীড়া উৎসব, যা এবছর উদযাপন করতে চলেছে তার গৌরবময় দশম বর্ষপূর্তি। তাই আরও বড় আকারে এই ম্যারাথন হবে এ বার বলে জানিয়েছেন আয়োজকরা। ১১ সেপ্টেম্বর কলকাতার এক পাঁচতারা হোটেলে জমকালো ঘোষণা হল ম্যারাথনের।

Bhaichung Bhutia: খালিদের নেতৃত্বে আশার আলো! ভাইচুংয়ের মুখে ভারতীয় ফুটবলের দিশা

   

এই রোড রেস শুধু দৌড় নয়, এক ঐতিহ্যের নাম। গত এক দশকে শহরের ক্রীড়া সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছে নিবিড়ভাবে। আয়োজক সংস্থা প্রোক্যাম ইন্টারন্যাশনাল ঘোষণা করেছে, এবারের আসর আগের যেকোনো সময়ের তুলনায় হবে আরও বৃহৎ পরিসরে এবং আন্তর্জাতিক মানের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। অংশগ্রহণকারীরা অনগ্রাউন্ড ও ভার্চুয়াল উভয় দৌড়ের জন্য ১২ সেপ্টেম্বর ২০২৫ থেকে নাম নথিভুক্ত করতে পারবেন: https://tatasteelworld25k.procam.in

Tata Steel World 25K Kolkata Marathon celebrate

বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রোড রেস হিসেবে স্বীকৃত এই ইভেন্টে ভারতীয় ও আন্তর্জাতিক পেশাদার দৌড়বিদদের সঙ্গে অংশ নেবেন হাজার হাজার অপেশাদার রানার। রেসের কেন্দ্রবিন্দু থাকবে কলকাতার আইকনিক রেড রোড, যেখান থেকে শুরু হবে এই ম্যারাথনের মূল দৌড়।

টাটা স্টিল কর্পোরেট সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট ডিবি সুন্দর রামম বলেন, “এক দশকের এই দৌড় শুধু ক্রীড়া নয়, বরং ফিটনেস, অন্তর্ভুক্তি এবং জনগণের সংযুক্তির এক শক্তিশালী উদাহরণ। কলকাতার জীবন্ত চেতনার সঙ্গে এই ইভেন্ট অনুরণিত হয়ে উঠেছে।”

Sourav Ganguly : CAB সভাপতি হচ্ছেন ‘দাদা’, সৌরভ ছাড়াও বাকি পদে কারা?

এদিন অনুষ্ঠানে উপস্থিত অন্যতম অতিথি ভাইচুং ভূটিয়া (Bhaichung Bhutia) বলেন, “কলকাতার সঙ্গে আমার সম্পর্ক সব সময়েই দারুণ। এখান থেকেই আমি পেশাদার ফুটবলার হিসেবে গড়ে উঠেছিলাম। এই শহর আমাকে অনেক দিয়েছে। আজ টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে দশম সংস্করণ উদযাপন করতে পেরে আমি গর্বিত। আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি এই দৌড়ে অংশগ্রহণ করে শহরের স্পিরিটকে আরও জোরদার করতে।”

Advertisements

Tata Steel World 25K Kolkata Marathon celebrate

গত দশকে দৌড় প্রতিযোগিতা ভারতে এক বিপুল রূপান্তরের সাক্ষী হয়েছে। দৌড় ক্লাব এবং রোড রেসের সংখ্যা বেড়েছে ৪০% বেশি। নারী দৌড়বিদদের অংশগ্রহণ ২৩% বৃদ্ধি পেয়েছে ।

রেস ক্যাটাগরি ও নিবন্ধন পদ্ধতি:

  • 25K (ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রেস)
  • 10K রেস
  • Ananda Run (৫ কিমি)
  • Senior Citizens’ Run
  • Champions with Disability

প্রতিটি রেসেই থাকছে আলাদা সময়সীমা, চিপ-টাইমিং, মেডেল এবং সার্টিফিকেটের সুবিধা। এবারের থিম #ADecadeofDifference, এক্ষেত্রে এক দশকের পরিবর্তনের চিহ্ন হিসেবে দৌড়বে কলকাতা।

Tata Steel World 25K Kolkata Marathon celebrate a decade of running glory on 21 December 2025