পূর্ব ভারতের বৃহত্তম অংশগ্রহণমূলক ক্রীড়া উৎসব টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫K (Tata Steel World 25K) কলকাতা (Kolkata), এবার এক অনন্য উদ্যোগের মাধ্যমে সম্পন্ন করল তাদের এক দশক উদযাপন। ৯ সেপ্টেম্বর ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদে (ICCR) উদ্বোধন হয় এক বিশেষ চিত্রপ্রদর্শনীর (Art Exhibition)। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এই চিত্রপ্রদর্শনীটি পরিচলনা করেছেন খ্যাতনামা শিল্পী শ্রী দেবাশিস মল্লিক চৌধুরী। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। পর্বতারোহিনী মধবীলতা মিত্র, বেঙ্গল অলিম্পিক ও প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য চন্দন রায়চৌধুরী, মিসেস ইন্ডিয়া ২০২৪ বাসবদত্তা কর এবং গ্র্যান্ডমাস্টার ও অর্জুন পুরস্কার প্রাপ্ত দিব্যেন্দু বড়ুয়া।
ভারত বনাম UAE নয়! এশিয়ার মঞ্চে গুরু-শিষ্যের লড়াই দেখবে ক্রিকেটবিশ্ব?
গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেন, “এই প্রদর্শনী ক্রীড়া ও শিল্পের যে মিলন ঘটিয়েছে, তা অভাবনীয়। উভয় ক্ষেত্রেই রয়েছে অধ্যবসায় ও আত্মনিয়ন্ত্রণের প্রতিফলন।” চন্দন রায়চৌধুরী বলেন, “শিল্প ও ক্রীড়া উভয়ই মানুষকে একত্রিত করে, অনুপ্রাণিত করে। এই উদ্যোগ তরুণ প্রতিভা, সৈনিক এবং জাতীয় গর্বকে সম্মান জানায়।”
বিশ্বভারতী, রবীন্দ্রভারতী, গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফট, ভারতী আর্ট কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন তরুণ চিত্রশিল্পীর (Young Artists) সৃষ্টি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনী থেকে প্রাপ্ত সমস্ত অর্থ দান করা হবে ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গল সাব এরিয়া ওয়েলফেয়ার ফান্ডে।