তিলোত্তমায় বসছে চাঁদের হাট, থাকেবন মনু থেকে গুকেশ এবং অশ্বিন থেকে ‘মহারাজ’

৬ থেকে ৮ মার্চ কলকাতার (Kolkata) এক পাঁচ তাঁরা হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে টাটা স্টীল ট্রেইলব্লেজার্স কনক্লেভের তৃতীয় বর্ষের অনুষ্ঠান (Tata Steel Trailblazers Conclave 3.0)।…

Tata Steel Trailblazers Conclave 3.0 in Kolkata

৬ থেকে ৮ মার্চ কলকাতার (Kolkata) এক পাঁচ তাঁরা হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে টাটা স্টীল ট্রেইলব্লেজার্স কনক্লেভের তৃতীয় বর্ষের অনুষ্ঠান (Tata Steel Trailblazers Conclave 3.0)। এই কনক্লেভে অংশগ্রহণ করবেন ভারতের অন্যতম শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্বরা (Indian Sporting Legends), যারা নিজেদের অনুপ্রেরণাদায়ী যাত্রা এবং অভিজ্ঞতা কথা ভাগ করে নেবেন। সেই তালিকায় রয়েছেন দেশের অন্যতম তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা, রবিচন্দ্র অশ্বিন এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অলিম্পিকে জোড়া পদক জয়ী শুটার মনু ভাকর, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। হকি তারকা পি আর শ্রীজেশ এবং হরমানপ্ৰীত সিং। অলিম্পিক পদকজয়ী মেরি কম এবং অন্যান্য বিশ্বখ্যাত ভারতীয় ক্রীড়াবিদরা।

প্রতিবছর, টাটা স্টীল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ভারতের অন্যতম প্রধান ক্রীড়া মঞ্চ হয়ে উঠেছে। ক্রীড়াবিদদের অসীম পরিশ্রম এবং সাফল্যের গল্প এখানে উঠে আসে এবং আলোচনা হয় ক্রীড়ার মানসিকতা এবং ভবিষ্যতের ক্রীড়া ক্ষেত্র নিয়ে। কনক্লেভের উদ্দেশ্য শুধুমাত্র ক্রীড়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নয়, বরং ক্রীড়াবিদদের যাত্রা এবং তাদের সংগ্রাম থেকে শিক্ষা নেওয়া।

kolkata24x7-sports-News

   

কনক্লেভের মূল উদ্দেশ্য ও তাৎপর্য

টাটা স্টীলের সিইও এবং এমডি টি. ভি. নারেন্দ্রন কনক্লেভ প্রসঙ্গে বলেন, “ক্রীড়াবিদরা হল প্রেরণা, শৃঙ্খলা এবং চাপের মধ্যে পারফর্ম করার ক্ষমতার জীবন্ত উদাহরণ। এই গুণগুলি ক্রীড়ার বাইরে আরও অনেক ক্ষেত্রে প্রযোজ্য। টাটা স্টীল এই উদ্যোগকে সমর্থন করতে পেরে গর্বিত, কারণ এটি কেবল ক্রীড়া জগতের সাফল্যকেই উদযাপন করে না, বরং নেতৃত্ব এবং অধ্যবসায়ের মূল্যবান শিক্ষা প্রদান করে।”

এই কনক্লেভের মাধ্যমে ক্রীড়াবিদদের গল্পের পাশাপাশি ক্রীড়া অর্থনীতি এবং ক্রীড়াবিদদের সহায়ক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্রীড়ার কাঠামো এবং উন্নয়ন নিয়ে আলোচনা করে। মূলত এই কনক্লেভ ভারতীয় ক্রীড়াবিদদের জন্য এক শক্তিশালী ভবিষ্যত গঠনে সহায়ক ভূমিকা পালন করছে।

কনক্লেভের অতিথি এবং আলোচকরা হলেন ভারতের নামকরা ক্রীড়াবিদ এবং কোচরা, যারা নিজেদের কষ্টকর যাত্রা এবং সংগ্রাম তুলে ধরবেন। এর মধ্যে অন্যতম হলেন ভারতের ব্যাডমিন্টন দলের প্রধান কোচ পুলেলা গোপিচাঁদ। তিনি বলেন, “আমি এই কনক্লেভের অংশ হতে পেরে গর্বিত। এটি কেবল ক্রীড়াবিদদের গল্প ভাগ করে নেওয়ার এক মঞ্চ নয়, বরং ক্রীড়া জগতের উন্নয়ন এবং ভারতীয় ক্রীড়াবিদদের ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”

 Boria Majumdar Founder of Revsportz

এছাড়া, রেভস্পোর্টজের প্রতিষ্ঠাতা বরিয়া মজুমদার বলেন, “আমাদের লক্ষ্য সব ধরনের ক্রীড়াকে সমানভাবে উদযাপন করা। এই কনক্লেভে ক্রিকেট, অলিম্পিক এবং প্যারা অলিম্পিক ক্রীড়া সমান গুরুত্ব পাবে এবং এর মাধ্যমে আমরা এই খাতের সমস্ত কিংবদন্তি ক্রীড়াবিদদের একসাথে নিয়ে আসব।”