এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। তাঁদের প্রতিপক্ষ লেবাননের শক্তিশালী ফুটবল ক্লাব নেজমেহ এসসির (Nejmeh SC)। তাঁদেরকে হারিয়ে সহজেই লিগের পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পৌঁছানো একমাত্র লক্ষ্য অস্কার ব্রুজোর দলের। নেজমেহর বিরুদ্ধে প্রথম একাদশে চমক রাখল লাল-হলুদের নব নিযুক্ত কোচ।
আইএসএলে সেঞ্চুরি করে ইতিহাস মোহনবাগানের, রইল হার-জিতের পরিসংখ্যান
ইস্টবেঙ্গল প্রথম একাদশ: আনোয়ার আলি, মাদিহ তালাল, দিমিত্রিয়স ডায়ামান্টাকোস, নন্দ কুমার, প্রভসুখন গিল, হিজাজী মাহের, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, মহেশ সিং নাওরেম, হেক্টর ইউস্তে।
East Bengal FC : নকআউটে পৌঁছতে নেজমেহ বধ একমাত্র লক্ষ্য ইস্টবেঙ্গলের!
Here’s how we line up for our final #ChallengeLeague group stage clash 🆚 Nejmeh SC! 📋
📺 Live broadcast link 👉 https://t.co/CuWuGKNGW4#JoyEastBengal #EBFCInAsia pic.twitter.com/O2Rvsk9ZHD
— East Bengal FC (@eastbengal_fc) November 1, 2024
বসুন্ধরা ম্যাচের পর দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল হেক্টর ইউস্তের ইনজুরি। কিন্তু নেজমেহর বিরুদ্ধে তাঁকে রেখেই প্রথম একাদশ সাজালেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। তবে হেক্টর পুরো ৯০ মিনিট খেলতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।