এবদত হোসেন চোট না পেলে হয়তো ভারতের বিরুদ্ধে অভিষেক হত না তানজিমের

কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৩-এর সুপার-৪ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। আপাতভাবে গুরুত্বহীন এই ম্যাচে অভিষেক হয় এক বাংলাদেশি বোলারের।

Tanjim

কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৩-এর সুপার-৪ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। আপাতভাবে গুরুত্বহীন এই ম্যাচে অভিষেক হয় এক বাংলাদেশি বোলারের। প্রথমবারের মতো নিজের দেশের হয়ে খেলার সুযোগ হয় বাংলাদেশের ২০ বছর বয়সী বোলার তানজিম হাসানের। প্রথম ওভার থেকেই দারুণ বোলিং করেন তিনি।

ভারতের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ওভারেই বড় উইকেট নেন তানজিম। মাত্র ২ বলে অধিনায়ক রোহিত শর্মাকে শূন্য রানে প্যাভিলিয়নে পাঠান তানজিম। এরপর তৃতীয় ওভারে তিলক ভার্মাকে বোল্ড করেন তিনি। তানজিমের দ্রুত গতির বলে ছিটকে যায় উইকেটের স্ট্যাম্প।

   

তানজিম হাসান বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি ইমার্জিং কাপে অংশ নিয়েছিলেন এই উঠতি বোলার । যেখানেও দুর্দান্ত বোলিং উপহার দিয়েছিলেন ক্রিকেট প্রেমীদের। ৩ ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট।

এশিয়া কাপের আলোচ্য ম্যাচে ভারতের বিপক্ষে ৫৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। এশিয়া কাপে তানজিমের প্রবেশ অবশ্য সৌভাগ্যক্রমে হয়েছিল। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর চোটের কারণে আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে যান বাংলাদেশের ফাস্ট বোলার এবদত হোসেন। তার জায়গায় স্কোয়াডে জায়গা হয় ফাস্ট বোলার তানজিম হাসানের।

৩৭ ম্যাচে তানজিমের ৫৭টি লিস্ট এ উইকেট রয়েছে। গত মরসুমে আবাহনী লিমিটেডকে ঢাকা প্রিমিয়ার লীগ শিরোপা জেতাতে ১৭ উইকেট নিয়েছিলেন। ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের নবম সদস্য হিসেবে সিনিয়র দলে যোগ দিয়েছিলেন তানজিম।