Bangladesh: হাসিনার অনুরোধে অবসর ভাঙলেও বিশ্বকাপে বাদ বিপক্ষের ত্রাস তামিম ইকবাল

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ (Bangladesh) জাতীয় দলে নেই তামিম ইকবাল। বাংলাদেশি মারকুটে ক্রিকেটারের ভক্তরা প্রবল ক্ষুব্ধ। ঢাকা, চট্টগ্রামে শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভ ছড়াচ্ছে দ্রুত। জাতীয়…

Tamim Iqbal

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ (Bangladesh) জাতীয় দলে নেই তামিম ইকবাল। বাংলাদেশি মারকুটে ক্রিকেটারের ভক্তরা প্রবল ক্ষুব্ধ। ঢাকা, চট্টগ্রামে শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভ ছড়াচ্ছে দ্রুত। জাতীয় দলের নির্বাচকমণ্ডলীর বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়তে শুরু করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার পরেই বিতর্কের আগুন ছড়াতে শুরু করল।

বিসিবি জানাচ্ছে, বিশ্বকাপ দলে থাকার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু তিনি পুরোপুরি ফিট নন। তাই তামিম ইকবালকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় দলে আছেন, শাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত (সহ অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ,  নাসুম আহমেদ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

Advertisements

গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেই অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। বিশ্বের অন্যতম মারকুটে ক্রিকেটার হিসেবে তিনি জনপ্রিয়। তাঁর অবসর সিদ্ধান্তে ক্রিকেট মহলে আলোড়ন ফেলেছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অবসর ভেঙে জাতীয় দলে ফের ফিরেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নক্ষত্র তামিম ইকবাল। তাঁকে না নিয়ে ভারতে হতে চলা বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাওয়ার প্রবল বিরোধী সমর্থকরা