AFC Asian Cup: শক্তিশালী জাপানকে পরীক্ষার মুখে ফেলল ৯৪ নম্বরে থাকা ভিয়েতনাম

Japan Opens AFC Asian Cup 2023

তাকুমি মিনামিনোর জোড়া গোলে ভিয়েতনামকে ৪-২ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর ( Asian Cup 2023) গ্রুপ ‘ডি’তে নিজেদের অভিযান শুরু করেছে চারবারের চ্যাম্পিয়ন জাপান। জাপানের প্রাক্তন কোচ ফিলিপ ট্রুসিয়ারের সঙ্গে মোলাকাতে হাজিমে মরিয়াসুর দলকে তিন পয়েন্ট পাওয়ার জন্য রীতিমত বেগ পেতে হয়েছিল।

Advertisements

ম্যাচের ১১ তম মিনিটে মিনামিনো জাপানকে এগিয়ে দিলেও নগুয়েন দিন বাক ও ফাম তুয়ান হাইয়ের গোলে ভিয়েতনাম এগিয়ে যায় এবং ৪৫ তম মিনিটে মিনামিনো সমতা ফেরান। পাঁচ মিনিট পরে নাকামুরার করা ডান পায়ের গোলে এগিয়ে যায় জাপান। চার মিনিট বাকি থাকতেই জাপানের চতুর্থ গোলটি করেন বদলি খেলোয়াড় উয়েদা।

জাপান এগিয়ে যাওয়ার পর ভিয়েতনাম পাঁচ মিনিটের মধ্যে সমতায় ফেরে। এরপর ৩৩ মিনিটে এগিয়ে যায় ভিয়েতনাম। বিরতিতে হওয়ার ঠিক আগে জাপানের জোড়া গোল। বিরতির পর মাঠে নেমে আরও একটি। জাপানের পক্ষে স্কোরলাইন হয় ৪-২। এরপর আর কোনো দল গোল করতে পারেনি।

Advertisements

এবারের AFC Asian Cup জেতার অন্যতম প্রবল দাবিদার জাপান। দলের বেশ কয়েকজন ফুটবলার খেলেন ইউরোপিয়ান লীগে। বিগত কয়েক বছরে ফুটবল মাঠে প্রভূত উন্নতি করেছে জাপান। ভিয়েতনামের বিরুদ্ধে এই ম্যাচেও জাপান ছিল ফেভারিট। ভিয়েতনাম যে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে এভাবে আক্রমণের পথ বেছে নেবে ও গোল করবে সেটা অনেকেই আঁচ করতে পারেননি। ফিফা ক্রম তালিকার ৯৪ নম্বর স্থানে রয়েছে ভিয়েতনাম। আর জাপান রয়েছে ১৭ নম্বর পজিশনে।