
একমাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। তার ঠিক আগে অনিশ্চয়তা তৈরি করলেন তরুণ ব্যাটার তিলক বর্মা। বিজয় হাজারে ট্রফির ম্যাচে খেলতে নেমে তলপেটে ব্যথা অনুভব করেন বাঁহাতি এই ব্যাটার। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাঁকে। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তিলকের খেলা কার্যত নিশ্চিত নয়। এমনকী, বিশ্বকাপের শুরুতে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তিলক যদি সময়মতো সুস্থ না হন, তাহলে তাঁর জায়গায় কাকে দেখা যাবে ভারতীয় দলে? গিল কি ফিরছেন টি-টোয়েন্টি দলে?
বিশ্বকাপ বয়কটের হুমকি বিসিবির, আইসিসির কড়া শাস্তির কোপে বাংলাদেশ!
তিলকের সম্ভাব্য অনুপস্থিতিতে প্রথমেই উঠে আসছে শুভমন গিলের নাম। টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হলেও, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন গিল। তবে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, তিলকের পরিবর্ত হিসেবে তাঁকে ফের দলে নেওয়ার কথা ভাবা হচ্ছে। বিসিসিআই খুব শীঘ্রই তিলকের বদলি ঘোষণা করতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
যদিও গিলের সাম্প্রতিক টি-টোয়েন্টি পরিসংখ্যান তাঁর পক্ষে খুব একটা কথা বলছে না। এশিয়া কাপের পর থেকে ১৫টি ইনিংসে তাঁর রান মাত্র ২৯১। গড় ২৪.২৫ এবং স্ট্রাইক রেট ১৩৭.২৬। সর্বোচ্চ স্কোর ৪৭, একটিও হাফসেঞ্চুরি নেই। এই কারণেই একাংশ মনে করছে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে গিলকে ফেরানো নিয়ে দ্বিধায় থাকতে পারে টিম ম্যানেজমেন্ট।
বিকল্প কারা?
ইস্ট-মোহন উচ্চারণে হোঁচট, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে বাংলার পাঠ দিল তৃণমূল
গিল ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটারের নাম আলোচনায় রয়েছে। রুতুরাজ গায়কোয়াড়: বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন। গোয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শতরান করেছিলেন। ওপেনিংয়ে বা টপ অর্ডারে ভরসাযোগ্য বিকল্প হতে পারেন তিনি। জিতেশ শর্মা: মিডল অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে। চাপের মধ্যে ম্যাচ ঘোরানোর সামর্থ্যই তাঁর বড় শক্তি। শ্রেয়স আইয়ার: অভিজ্ঞতা ও মিডল অর্ডার সামলানোর দক্ষতা রয়েছে তাঁর। বড় টুর্নামেন্টে শ্রেয়সের উপর ভরসা রাখতেই পারেন নির্বাচকেরা।
তিলকের চোট নিয়ে আশার খবর
তবে সব জল্পনার মাঝেই আশার আলো দেখাচ্ছে তিলক বর্মার চোট সংক্রান্ত সর্বশেষ আপডেট। হায়দরাবাদ দলের এক সদস্য জানিয়েছেন, তিলকের অস্ত্রোপচার সফল হয়েছে এবং আপাতত উদ্বেগের কারণ নেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন,“স্ক্যানের পর প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচে ও খেলতে পারবে না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিলকের খেলা নিয়ে কোনও সংশয় নেই।”
আইসিসির চাপে সুর বদল বিসিবির? ভারতে আসছে বাংলাদেশ!
উল্লেখ্য, ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। রায়পুর ও নাগপুরে প্রথম দুই ম্যাচে তিলকের না থাকার সম্ভাবনাই বেশি। সেই ক্ষেত্রে প্রথম একাদশে ঈশান কিষানকে দেখা যেতে পারে। তৃতীয় ম্যাচে তিলক ফিরবেন কি না, তা সময়ই বলবে। এখন দেখার, তিলকের বিকল্প হিসেবে শেষ পর্যন্ত কাকে বেছে নেয় বিসিসিআই এবং বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার কম্বিনেশন ঠিক কোন পথে এগোয়।









