‘পশ্চিমবঙ্গ-অসমে ভোট বলেই…’ বিশ্বকাপ ইস্যুতে কাকে নিশানা প্রাক্তন BCB সচিবের?

t20-world-cup-politics-jay-shah-bcci-bcb-controversy

ক্রিকেট মাঠের বাইরের উত্তাপ যেন ক্রমেই মাঠের লড়াইকে ছাপিয়ে যাচ্ছে। ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের (T20 World Cup) টানাপোড়েনের আবহে এবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন বিসিবির প্রাক্তন সচিব সৈয়দ আশরাফুল হক। তাঁর অভিযোগ, উপমহাদেশে ক্রিকেট প্রশাসন কার্যত রাজনীতিবিদদের হাতে ‘হাইজ্যাক’ হয়ে গিয়েছে, যার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে তিনি টেনে আনলেন বিসিসিআই প্রাক্তন সচিব জয় শাহের নাম।

‘ব্লক প্রেসিডেন্ট হওয়ারও ক্ষমতা…!’ শাহ পুত্রকে নিশানা তৃণমূল সুপ্রিমোর

   

সৈয়দ আশরাফুল হকের সাফ জানান, “যারা জীবনে একদিনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যাট ধরেনি, তারাই আজ ক্রিকেটের ভবিষ্যৎ ঠিক করছে।” আইসিসির চেয়ারম্যান জয় শাহকে সরাসরি নিশানা করে তিনি বলেন, “জয় শাহ একটাও ম্যাচে ব্যাট করতে নামেননি, অথচ তিনি আজ বিশ্বক্রিকেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রে।”

প্রাক্তন বিসিবি কর্তার বক্তব্যে উঠে এসেছে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতাও। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ ও অসমে আসন্ন ভোটের কথা মাথায় রেখেই ক্রিকেটকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। সৈয়দ আশরাফুল হক বলেন, “পশ্চিমবঙ্গ আর অসমে কয়েক দিনের মধ্যেই ভোট। ভোটব্যাঙ্কের লোভে ধর্মের নামে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, আর তারই প্রভাব পড়ছে ক্রিকেটের মতো বৈশ্বিক মঞ্চে।”

ভারতে খেলতে আসবে না বাংলাদেশ! আইসিসিকে চিঠি বিসিবির

বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট নিয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি দেওয়াকেও তীব্র ভাষায় সমালোচনা করেছেন তিনি। সৈয়দ বলেন, “আমাদের দেশের ক্রীড়া উপদেষ্টা বলছেন, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। বিশ্বকাপের মতো মঞ্চ নিয়ে এভাবে বার্তা দেওয়া দায়িত্বজ্ঞানহীনতা। এতে খেলাধুলোর চেয়েও রাজনীতিই বেশি প্রাধান্য পাচ্ছে।”

বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা টেনে সৈয়দ স্মরণ করেছেন প্রাক্তন বিসিসিআই প্রধান জগমোহন ডালমিয়া, মাধবরাও সিন্ধিয়া ও এন শ্রীনিবাসনের সময়কাল। তাঁর মতে, “ডালমিয়া বা শ্রীনিবাসনরা খেলাটা বুঝতেন। কোন সিদ্ধান্তের কী প্রতিক্রিয়া হতে পারে, সেটা তাঁদের জানা ছিল। তখন ধর্মীয় আবেগের উপর ভর করে সিদ্ধান্ত নেওয়া হতো না।”

‘অভিশপ্ত’ চিন্নাস্বামীকে বিদায় জানিয়ে এই স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে RCB

ভারতীয় বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিসিবি কর্তা। তাঁর কটাক্ষ, “ক্রিকেটারের নাম যদি মুস্তাফিজুর রহমান না হয়ে লিটন দাস বা সৌম্য সরকার হতো, তাহলেও কি একই সিদ্ধান্ত নেওয়া হতো? রাজনীতিবিদরা ধর্মের নামে খেলা করছে, আর তার খেসারত দিতে হচ্ছে ক্রিকেটকে।”

এই পরিস্থিতিতে বিকল্প পথের কথাও তুলে ধরেছেন সৈয়দ আশরাফুল হক। তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হয়, তাহলে সব পক্ষের স্বার্থ রক্ষা পাবে এবং অযথা বিতর্কও এড়ানো সম্ভব হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন