T20 World Cup: মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড, বিশ্বকাপ অভিযানেই ধাক্কা অজিদের

২০২২ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) যেন অঘটনের বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। শ্রীলঙ্কা কোনওক্রমে সুপার বারো রাউন্ডে উঠেছে। এবার সুপার-১২ পর্বের শুরুতেই বিপর্যয়ের…

cricket New-Zealand

২০২২ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) যেন অঘটনের বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। শ্রীলঙ্কা কোনওক্রমে সুপার বারো রাউন্ডে উঠেছে। এবার সুপার-১২ পর্বের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ল অস্ট্রেলিয়া।

শুধু বিপর্যয় নয়, এ যেন মহা বিপর্যয়। যা বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়া অনিশ্চিত করে দিতে পারে গতবারের চ্যাম্পিয়নদের। সিডনিতে নিউজিল্যান্ডের কাছে অজিরা হারল ৮৯ রানের বিরাট ব্যবধানে।

   

বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলছিলেন অ্যালেন। তাঁকে আটকে রাখা যাচ্ছিল না। মাত্র চার ওভারেই ৫০ রান হয়ে যায় নিউজ়িল্যান্ডের। অস্ট্রেলিয়াকে খেলায় ফেরান জশ হেজ়লউড।

১৬ বলে ৪২ রান করে হেজ়লউডের বলে আউট হন অ্যালেন। উইলিয়ামসন ধীরে ব্যাট করলেও রানের গতি বাড়ান কনওয়ে। নিজের অর্ধশতরান করেন তিনি। ২৩ বলে ২৩ রান করে আউট হন উইলিয়ামসন। গ্লেন ফিলিপ্স ১২ রান করেন। শেষ দিকে কনওয়েকে সঙ্গ দেন জেমস নিশাম।

এক সময় দেখে মনে হচ্ছিল এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই শতরান করবেন কনওয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি ৫৮ বলে ৯২ রান করে অপরাজিত থাকলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাঁর সর্বোচ্চ রান। নিশাম অপরাজিত থাকলেন ২৬ রান করে।