
ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই উত্তেজনা। আর সেই উত্তাপ বিশ্বকাপের অনেক আগেই বাড়িয়ে দিলেন পাক শাহিন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ১৫ ফেব্রুয়ারি মহারণের ঠিক ৩৮ দিন আগে এশিয়া কাপের করমর্দন বিতর্ক টেনে এনে ভারতীয় দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের তারকা বোলার।
বিশ্বকাপের আগে ধাক্কা ভারতের, বদলির তালিকায় এই তিন ক্রিকেটার
বুধবার লাহোরের এক সাংবাদিক সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি সরাসরি কোনও ভারতীয় ক্রিকেটারের নাম না নিলেও তাঁর বক্তব্যের নিশানা যে সূর্যকুমার যাদবদের দিকেই, তা স্পষ্ট। পাক পেসারের অভিযোগ, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেটারেরা খেলোয়াড়সুলভ আচরণ করেননি। করমর্দন এড়িয়ে যাওয়াকেই তিনি সেই মানসিকতার উদাহরণ হিসেবে তুলে ধরেন।
আফ্রিদি বলেন, “সীমানার ও পারে থাকা মানুষজন খেলোয়াড়সুলভ মনোভাব লঙ্ঘন করেছেন। আমাদের কাজ হল ক্রিকেট খেলা। আমরা মাঠেই এর জবাব দেব।”
যুবভারতী কাণ্ডের ছায়ায় মেসির বিস্ফোরক স্বীকারোক্তি, কি বললেন?
এই মন্তব্যে আবারও ফিরে এল গত সেপ্টেম্বরের এশিয়া কাপের বিতর্ক। সেই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচে মাঠের ভেতর ও বাইরে উত্তেজনা চরমে পৌঁছেছিল। ভারতীয় দলের ক্রিকেটারেরা একাধিক ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন বলে অভিযোগ ওঠে। সূর্যকুমার যাদবকে সামনে রেখে দলের বাকিরাও একই পথ অনুসরণ করেন, এমনটাই দাবি পাকিস্তান শিবিরের।
শুধু করমর্দন নয়, মাঠের ভেতরের আচরণ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। পাকিস্তানের হ্যারিস রউফের ‘জেট ক্র্যাশিং’ উদযাপন এবং সাহাবজাদা ফারহানের ‘রাইফেল সেলিব্রেশন’ নিয়েও প্রশ্ন ওঠে। পরে আইসিসি ওই আচরণের জন্য সংশ্লিষ্ট ক্রিকেটারদের জরিমানা করে এবং সতর্কবার্তা দেয়। তবে সেই ঘটনায় দু’দলের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে।
বিশ্বকাপ বয়কটের হুমকি বিসিবির, আইসিসির কড়া শাস্তির কোপে বাংলাদেশ!
বিশ্বকাপের আগে আফ্রিদির এই মন্তব্য তাই নতুন করে আগুনে ঘি ঢালল বলেই মনে করছেন ক্রিকেটমহল। বিশেষ করে যখন ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সমর্থকদের আবেগ এমনিতেই তুঙ্গে থাকে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, হুঙ্কার দেওয়া আফ্রিদি আদৌ মাঠে নামতে পারবেন তো? অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে দেশে ফিরতে হয় পাক পেসারকে। বিশ্বকাপে তাঁর খেলা এখনও অনিশ্চিত।
তবু কথার লড়াইয়ে পিছিয়ে নেই পাকিস্তান। এশিয়া কাপের স্মৃতি ভুলতে রাজি নন আফ্রিদি। মাঠের বাইরের বিতর্ক নয়, বিশ্বকাপে মাঠের ভেতরেই ভারতকে জবাব দিতে মুখিয়ে আছে পাক শিবির।










