“ভারত থেকে ম্যাচ…” বাংলাদেশকে বিরাট বার্তা ICC কর্তার!

t20-world-cup-india-vs-bangladesh-match-controversy

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে, ততই জটিল হয়ে উঠছে বাংলাদেশ দলের ভারত সফর ঘিরে পরিস্থিতি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। এমনকি ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদনও জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে। তবে সেই দাবি আইসিসিকার্যত খারিজ করে দিয়েছে বলে জানা গিয়েছে।

বরোদায় প্রত্যাবর্তনের ম্যাচে ‘রো-কো’ জুটি, রইল সম্ভাব্য একাদশ

   

সম্প্রতি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এরপরই নড়েচড়ে বসে বিসিবি। গত ৪ জানুয়ারি এক বিবৃতিতে তারা জানায়, “বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ সরকারের পরামর্শ অনুযায়ী জাতীয় দল ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না।”

কিন্তু বিসিবির এই অবস্থানে বিশেষ গুরুত্ব দেয়নি আইসিসি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজা হবে। কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে ফের ই-মেইলের মাধ্যমে আবেদন জানায় বিসিবি। তবুও অবস্থান বদলায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার।

বাবার সঙ্গে মাঠে নেমে ফুটবল প্রেমীদের হৃদয় ছুঁল শিবিকা,ভাইরাল ভিডিও

বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন আইসিসির এক শীর্ষকর্তা। ক্রীড়া সংবাদমাধ্যম ‘রেভস্পোর্টজ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “নিরাপত্তার কথা বলা হলেও কোনও যুক্তিসংগত কারণ দেখাতে পারেনি বাংলাদেশ। যদি সত্যিই উদ্বেগ থাকত, তাহলে তারা ভারতে পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষ নিরাপত্তা দল পাঠাতে পারত। কিন্তু সেটা করা হয়নি।”

ওই কর্তার আরও বক্তব্য, “ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য আন্তর্জাতিক স্তরে একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। নিরাপত্তা দল পাঠিয়ে রিপোর্ট জমা দিতে হয়। সেই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধাপ না মেনেই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা গ্রহণযোগ্য নয়।”

ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছে আইসিসি। সংস্থার মতে, বহুজাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে ভারতের অতীত রেকর্ড অত্যন্ত ভালো। বিশ্বকাপ, অলিম্পিক-স্তরের টুর্নামেন্ট থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করেছে ভারত।

বোর্ডের টানাপোড়েনে বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা! বোমা ফাটালেন টাইগাররা

সব মিলিয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে এখন বল আইসিসির কোর্টেই। তবে বর্তমান অবস্থান অনুযায়ী, ভারতের বাইরে ম্যাচ সরানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাংলাদেশ দল শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন