বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছাঁটাইয়ে আর্থিক ‘ধাক্কা’ কলকাতার!

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে বাংলাদেশের নাম বাদ পড়তেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এর প্রভাব কতটা পড়বে ইডেন গার্ডেন্সে? শনিবার আইসিসি আনুষ্ঠানিক ভাবে জানিয়ে…

t20-world-cup-eden-gardens-bangladesh-boycott-impact

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে বাংলাদেশের নাম বাদ পড়তেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এর প্রভাব কতটা পড়বে ইডেন গার্ডেন্সে? শনিবার আইসিসি আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়, বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। ফলে গ্রুপ পর্বে ইডেনে নির্ধারিত বাংলাদেশের তিনটি ম্যাচে দল বদল হলেও, তাতে বিশেষ উদ্বিগ্ন নয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)।

Advertisements

ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশের ম্যাচ দেখার আশায় যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের জন্যও আশ্বাস দিয়েছে সিএবি। সংস্থার এক কর্তার কথায়, “কেউ যদি বাংলাদেশ ম্যাচ ভেবে টিকিট বুক করে থাকেন এবং ম্যাচ পরিবর্তনের কারণে দেখতে না চান, তাহলে টাকা ফেরত নেওয়ার সুযোগ থাকবে। এটা পুরোপুরি আইসিসির সিদ্ধান্ত। এখানে সিএবির কিছু করার নেই।”

   

সিএবি সূত্রে আরও জানা গেছে, টিকিট বণ্টন শুরু হতে এখনও সময় রয়েছে। তাই টিকিট বদল বা রিফান্ড প্রক্রিয়ায় বিশেষ জটিলতা হবে না বলেই মনে করছেন কর্তারা। তাঁদের মতে, দল বদল হলেও বিশ্বকাপ মানেই একটা আলাদা আকর্ষণ, ফলে দর্শক পুরোপুরি মুখ ফিরিয়ে নেবেন না।

তবে বাস্তবতা হল, গ্রুপ পর্বে এ বার ইডেনে কোনও ‘হাই-ভোল্টেজ’ ম্যাচ নেই। এই কারণেই মাঠ ভরবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিলই। সুপার এইটে ভারতের একটি ম্যাচ ইডেন পেতে পারে। সেক্ষেত্রে দর্শক টানার ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে পারে। সম্ভাবনা রয়েছে, সেই ম্যাচে ভারত মুখোমুখি হতে পারে ওয়েস্ট ইন্ডিজের।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ইডেন গার্ডেন্সে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। আগে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, বাংলাদেশ বনাম ইটালি, ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ইংল্যান্ড বনাম ইটালি এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি ম্যাচগুলি নির্ধারিত ছিল। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড নামায়, এখন ওই ম্যাচগুলির মধ্যে তিনটিতে খেলবে স্কটিশ দল।

৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইডেনে তাদের অভিযান শুরু করবে স্কটল্যান্ড। ৯ ফেব্রুয়ারি প্রতিপক্ষ ইটালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড। এছাড়াও সুপার এইটের একটি ম্যাচ এবং একটি সেমিফাইনাল হবে ইডেনে। যদিও সেই সেমিফাইনালে ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো বড় দলগুলির খেলার সম্ভাবনা নেই।

Advertisements