টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) শিরোপা জয়ী ভারতীয় দলের উপর অর্থ বর্ষণ। দলকে উইনিং মানি হিসেবে ৩৭ কোটি টাকা দিয়েছে আইসিসি। একই সঙ্গে টিম ইন্ডিয়ার উপর টাকার বর্ষণ করেছে বিসিসিআই (BCCI)। টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখন কোন কোন খেলোয়াড় কত টাকা পাবেন সে বিষয়েও তথ্য প্রকাশ্যে এসেছে।
Mohun Bagan vs East Bengal: বাগানের এই দুর্বলতার সুযোগ নিলেই ইস্টবেঙ্গলের বাজিমাত!
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিজয়ী দলকে যে ১২৫ কোটি টাকা দেবে তা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ উভয়কেই বিতরণ করা হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১২৫ কোটি টাকার মধ্যে সর্বোচ্চ ৫ কোটি টাকা দেওয়া হবে ১৫ সদস্যের দল ও দলের হেড কোচকে।
এরপর সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা দেওয়া হবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচদের। যে পাঁচ সদস্যের নির্বাচক দল বাছাই করেছেন তাঁদেরও এই পরিমাণ থেকে ১ কোটি টাকা দেওয়া হবে। একই সঙ্গে দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে বাছাই করা ৪ ক্রিকেটারকেও দেওয়া হবে ১ কোটি টাকা। রয়েছেন রিঙ্কু সিং, শুভমান গিল, আবেশ খান, খলিল আহমেদ।
Prize money division for the Indian team by the BCCI. [Devendra Pandey From Express Sports]
– All the 15 players & Dravid will get 5 crore each
– Rest of coaching group get 2.5 crore each
– Backroom staff get 2 crore each
– 1 crore each for selection committee
– 1 crore each… pic.twitter.com/mxuC6irGNw— Johns. (@CricCrazyJohns) July 8, 2024
East Bengal Match: ভূমিপুত্ররা ঘোরাল ইস্টবেঙ্গল ম্যাচের মোড়
তিনজন ফিজিওথেরাপিস্ট, তিনজন থ্রোডাউন স্পেশালিস্ট, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ পাবেন ২ কোটি টাকা করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতীয় দলের সঙ্গে এসেছিলেন মোট ৪২ জন। দলটির সোশ্যাল মিডিয়া টিম, বিসিসিআই স্টাফ, মিডিয়া অফিসিয়াল এবং দলের লজিস্টিক ম্যানেজারও রয়েছেন। এই টাকা থেকে সকলেই প্রাইজ মানি পাবেন। ভারতের ১৫ সদস্যের দলে থাকা যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহাল বিশ্বকাপে কোনো ম্যাচ খেলেননি। তবে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত হওয়ায় তাঁরাও পাবেন ৫ কোটি টাকা।