টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত। ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ফের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে। এবার তাদের দাবি, বিতর্ক নিরপেক্ষ বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে পাঠানো হোক। সেখানে যে সিদ্ধান্তই আসুক, তা মেনে নেবে বাংলাদেশ।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দল ও বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার প্রশ্নই ওঠে না। তাঁর বক্তব্য, ক্রিকেটারদের নিরাপত্তাই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সেই অবস্থান থেকেই বিসিবি আইসিসিকে অনুরোধ করেছে, বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কা বা অন্য কোনও নিরপেক্ষ দেশে আয়োজন করা হোক।
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, বিসিবি আশাবাদী যে আইসিসি অন্তত নিরপেক্ষ কমিটিতে বিষয়টি পাঠাতে সম্মত হবে। উল্লেখযোগ্যভাবে, আইসিসি পরিচালিত যে কোনও প্রতিযোগিতা সংক্রান্ত বিতর্কের নিষ্পত্তির জন্য স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত একটি নিরপেক্ষ কমিটি রয়েছে। বিসিবির দাবি, তাদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়টি সেই কমিটিতে পাঠানো হলে সেখানকার রায় তারা মাথা পেতে নেবে।
তবে সমস্যা এখানেই। আইসিসি আগেই জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানালেও এখনও পর্যন্ত আইসিসির তরফে কোনও ইতিবাচক ইঙ্গিত মেলেনি। ফলে প্রশ্ন উঠছে, আইসিসি কি নিজের অবস্থান থেকে সরে আসবে, নাকি দরজা কার্যত বন্ধই থেকে যাবে?
বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। আয়োজক দেশ ভারত। সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ রয়েছে কলকাতা ও মুম্বইয়ে। কিন্তু সম্প্রতি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও টানাপড়েনের মুখে পড়ে। এর পরই বিসিবি জানায়, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তারা ভারতে খেলতে পারবে না। আর্থিক ক্ষতি হলেও খেলোয়াড়দের সুরক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না।
এই অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। তবুও বিসিবির অন্দরমহলের এক আধিকারিক জানান, “আমরা হাল ছাড়ছি না। আইসিসির কাছে আমাদের দাবি জানিয়ে যাব।” অর্থাৎ, শেষ পর্যন্ত বলটা আইসিসির কোর্টেই রাখতে চায় বাংলাদেশ।
