বিশ্বকাপে বাংলাদেশ না খেললে হবে শাস্তি! দৌড়ে এগিয়ে কোন দেশ?

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের (Bangladesh) অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে।…

t20-world-cup-bangladesh-icc-deadline-alternative-team

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের (Bangladesh) অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। আগামী ২১ জানুয়ারি, বুধবারের মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে বিসিবিকে। ওই দিনই জানা যাবে লিটন দাসদের বিশ্বকাপ ভাগ্য।

Advertisements

বেতন কমাতে অনিচ্ছুক আইএসএলের এই ক্লাবের ফুটবলাররা

   

শনিবার ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসির দুই শীর্ষ কর্মকর্তা। বৈঠকে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। বোর্ডের দাবি, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত।

সমাধানসূত্র হিসেবে বিসিবির প্রস্তাব, প্রয়োজনে গ্রুপ বদল করা হোক। অর্থাৎ, বাংলাদেশ যেন বর্তমান গ্রুপ ছেড়ে অন্য গ্রুপে খেলতে পারে। বিসিবি জানায়, এতে সূচিতে খুব বেশি পরিবর্তন আনতে হবে না। তবে আইসিসি এই প্রস্তাবে আদৌ রাজি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

আইসিসি সূত্রে জানা গিয়াছে, বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে বিশেষ সাড়া নেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার। কারণ, এমন সিদ্ধান্ত নিতে হলে অন্তত আরও সাতটি দলের সম্মতি প্রয়োজন। এত অল্প সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করা কঠিন বলেই মনে করছে আইসিসি।

বর্তমানে বাংলাদেশ রয়েছে গ্রুপ সি-তে, যেখানে তাদের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বিসিবির চাওয়া অনুযায়ী, বাংলাদেশকে গ্রুপ বিতে পাঠানো হোক, যেখানে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ওমান ও আয়ারল্যান্ড। আর আয়ারল্যান্ডকে পাঠানো হোক গ্রুপ সি’তে।

আইএসএল শুরুর আগে ক্লাবগুলোকে এই কারণে কড়া সতর্কবার্তা দিল FIFPRO

কিন্তু যদি বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় এবং অবস্থানে অনড় থাকে, তাহলে বিকল্প পথেও হাঁটতে পারে আইসিসি। সেক্ষেত্রে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেতে পারে অন্য কোনো দেশ। আইসিসির ক্রমতালিকা অনুযায়ী, সেই তালিকায় সবার আগে রয়েছে স্কটল্যান্ড।

বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ফলে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য আইসিসি। সব মিলিয়ে বুধবারের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে? নাকি তাদের জায়গায় অন্য কোনো দলকে দেখা যাবে। এখন দেখার, শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

Advertisements