ইতিহাস! এই প্রথম আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল আফগানিস্তান

ইতিহাস। বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল আফগানিস্তান। এই প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল আফগানরা। ম্যাচ শেষ হতেই উল্লাসে ফেটে পড়েন…

ইতিহাস। বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল আফগানিস্তান। এই প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল আফগানরা। ম্যাচ শেষ হতেই উল্লাসে ফেটে পড়েন আফগানরা। ক্যাপ্টেন রশিদ খানকে কাঁধে চড়িয়ে মাঠ প্রদক্ষিণ করান সতীর্থরা।

এদিন প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১১৫ রান করে। জবাবে ১০৫ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তান। কলকাতা নাইট রাইডার্সের তারকা তথা আফগানিস্তানের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ রহমানুল্লাহ গুরবাজ ৫৫ বলে ৪৩ রান করেন। বাকিরা অবশ্য তেমন রান পাননি। রশিদ খান ও নবীন উল হক দুরন্ত বোলিং করেন। দু’জনেই ৪টি করে উইকেট পান।

   

এবারের বিশ্বকাপে অন্যতম চমক আফগানিস্তান। সুপার এইট পর্বের ম্যাচে প্রথমে অস্ট্রেলিয়াকে হারায় আফগানিস্তান। বাংলাদেশকেও এদিন দুরমুশ করে আফগানরা। যদিও ভারতের বিরুদ্ধে সুপার এইটে জিততে পারেনি রশিদরা।

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, হাসতে হাসতে সেমিতে আফগানিস্তান

২৩ জুন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৬ উইকেটে ১৪৮ রান করেছিল। জবাবে ১৯.২ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। মূলত বিধ্বংসী বোলিংয়ের জেরেই আফগানদের সামনে দাঁড়াতে পারেনি অজি ব্যাটসম্যানরা। নাইব ২০ রানে ৪ উইকেট নেন।

নবীন উল হক ২০ রানে ৩ উইকেট নেন। মহম্মদ নবি ১ রান দিয়ে এক উইকেট তুলে নেন। তবে রশিদ খান ২৩ রান দিয়ে মাত্র এক উইকেট তুলতে সমর্থ হন। এর আগে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানরা। সেবার প্রথমে ব্যাট ২৮৪ রান করে আফগানিস্তান। জবাবে মাত্র ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

শিয়ালদহে সুখবর! ১ জুলাইয়ের আগেই সমস্ত ট্রেন হচ্ছে ১২ বগি

সুপার এইটে গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনালে পৌঁছল ভারত ও আফগানিস্তান। আর গ্রুপ টু থেকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। সেমিফাইনালে ২৭ জুন রাত ৮টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আর ২৭ জুন সকাল ৬টায় আফগানিস্তানকে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।