টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে ক্রিকেটপ্রেমীরা। এরই অংশ হিসেবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-২০ সিরিজ চলছিল। কিন্তু সিরিজের মাঝপথে ঘটে গেল এমন এক ঘটনা, ক্রিকেট বিশ্বকে অবাক ও আতঙ্কিত করে তুলেছে।
সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের তারকা ব্যাটার রাহমানউল্লাহ গুরবাজ বলের আঘাতে মাঠে লুটিয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ইনিংসের ১৫তম ওভারে গুরবাজ ৫৩ রানে ব্যাট করছিলেন। স্ট্রাইকে ছিলেন দরবেশ রসুলি এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল করছিলেন শামর স্প্রিঙ্গর।
View this post on Instagram
এক রানের চেষ্টা চলাকালীন গুরবাজ নন-স্ট্রাইকার এন্ডে ফিরে যাচ্ছিলেন। ঠিক তখনই গুড়াকেশ মোতির ভয়ঙ্কর থ্রো সোজা গুরবাজের গলার দিকে আঘাত হানে। বলের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে আম্পায়ার ও ফিল্ডাররা তার দিকে দৌড়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শুরু হয় এবং পরে মেডিক্যাল টিম দ্রুত মাঠে উপস্থিত হয়ে তাকে দেখাশোনা করেন। ক্রিকইনফো অনুযায়ী, গুরবাজের চোয়ালে আঘাত লেগেছিল, তবে শেষ পর্যন্ত তিনি মাঠ ছাড়তে অস্বীকার করেন এবং খেলা চালিয়ে যান।
যদিও এই পরিস্থিতি আতঙ্কজনক ছিল, ম্যাচে উত্তেজনা বজায় থাকে। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। অধিনায়ক ব্রেন্ডন কিং সর্বাধিক ৪৭ রান করেন। শেষদিকে ম্যাথিউ ফোর্ড ১১ বলে ২৭ এবং শামর স্প্রিঙ্গর ৯ বলে অপরাজিত ১৬ রান করেন। আফগানিস্তানের হয়ে রশিদ খান ২ উইকেট শিকার করেন।
উত্তর দিতে নেমে আফগানিস্তান পুরো দল মাত্র ১৩৬ রানে অলআউট হয়। গুরবাজ ব্যাটিংয়ে দারুণ অবদান রাখেন ৫৮ বলে ৭১ রান, ৮ চারে এবং ১ ছক্কা সহ। তবে অপর প্রান্ত থেকে ব্যাটাররা তার সঙ্গ দিতে না পারায় আফগান দল ওয়েস্ট ইন্ডিজের ক্লিন সুইপ ঠেকাতে ব্যর্থ হয়।
