বিসিবির নিরাপত্তার যুক্তি উড়িয়ে কলকাতা নিরাপদ ঘোষণা রাজ্যের মন্ত্রীর

ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের বেশিরভাগ ম্যাচের ঠিকানা পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু সবকিছু ঠিক থাকার পরও বাংলাদেশ ক্রিকেট…

t20-world-cup-2026-bangladesh-kolkata-safety

ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের বেশিরভাগ ম্যাচের ঠিকানা পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু সবকিছু ঠিক থাকার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এখনও নিশ্চিত নয়, তারা কি ভারতে খেলতে আসবে কি না?

Advertisements

বিশ্বকাপে ভ্যেনু বদল বাংলাদেশের? ঢাকা সফরে আইসিসির প্রতিনিধি দল

   

এহেন অনিশ্চয়তার পেছনে বাংলাদেশ বোর্ড নিরাপত্তার বিষয়টি প্রধান কারণ হিসেবে দেখিয়েছে। এর আগে আইসিসিকে দু’বার চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, বাংলাদেশ দলের ভারতে খেলা নিয়ে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। যদিও এই দাবিকে কেন্দ্র করে আইসিসির ‘ইন্টারনাল অ্যাসেসমেন্ট’ রিপোর্টকে তুলে ধরে প্রকাশ্যে কিছু মিথ্যাচারের অভিযোগও উঠেছে।

তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি জানিয়েছেন, কলকাতা সম্পূর্ণ নিরাপদ। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় সফর করেছেন। তাই একটি ক্রিকেট দলকে খেলতে বাধা দেওয়ার কোনও কারণ নেই।

দেশেই টাইগারদের নিরাপত্তা দিতে ব্যর্থ বোর্ড, ভারতের নিরাপত্তা প্রশ্নে চুপ BCB!

মনোজ তিওয়ারি বলেন, “কলকাতা এমন জায়গা, যেখানে খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা হয়। বিসিসিআই যদি মনে করে এখানে ম্যাচ করা সম্ভব, তাহলে কোনও সমস্যা হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পরিষ্কার করে দিয়েছেন, কোনও খেলাধুলোর ইভেন্টে সরকার নাক গলাবে না। একমাত্র যদি পুলিশ জানায় তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না, তখনই সমস্যা দেখা দিতে পারে।”

বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও আইসিসি এবার বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দল পাঠাচ্ছে। এই দল বাংলাদেশের সঙ্গে বৈঠক করে সব সংশয় দূর করার চেষ্টা করবে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলবে কি না। যদিও রাজনৈতিক বা নিরাপত্তাজনিত বাধা দেখানো হলেও, প্রাক্তন ক্রিকেটারদের মতে কলকাতা দল ও দর্শকের জন্য একেবারেই নিরাপদ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এখন মুখিয়ে থাকতে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

Advertisements