দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার প্রথম সেমিফাইনালের পর ক্রিকেট ভক্তদের চোখ এখন ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের (T20 World Cup 2024) দিকে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে কি উঠতে পারবে টিম ইন্ডিয়া? সম্ভাবনা জোরালো।
কিয়ানের পর মোহনবাগানের আরও এক ফুটবলারকে দলে নিল Chennaiyin FC
গায়ানার স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৮টায় মুখোমুখি হবে টিম ইন্ডিয়া ও ইংল্যান্ড। এই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ম্যাচ শুরু হওয়ার আগে গায়ানার আবহাওয়া নিয়েও এসেছে বড় আপডেট। যার জেরে ইংল্যান্ড ক্রিকেট টিমের জন্য দুশ্চিন্তা কিছুটা বাড়তে শুরু করেছে।
Guyana National Stadium 27 weather report Match time 😢😢😢😢🧐🧐
Hope Full no Rain nd full Match….#INDVSENG #ROHITSHARMA #CAAW24 #t20worldcup24 pic.twitter.com/RdRciJGWKD
— JassPreet (@JassPreet96) June 26, 2024
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে গায়ানায়। বৃষ্টির সম্ভাবনা ঘনীভূত হচ্ছে এই ম্যাচের ওপর। এ ব্যাপারে সামনে এসেছে সর্বশেষ আপডেট। সেখানকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৯০ শতাংশ। ম্যাচে বৃষ্টি হলে এবং ম্যাচ বাতিল হলে সরাসরি ফাইনালে যাওয়ার টিকিট পেয়ে যাবে টিম ইন্ডিয়া। কারণ গ্রুপ ১ এর শীর্ষে ছিলেন রোহিত শর্মারা।
Mohun Bagan: বড় ঘোষণা করার পথে মোহনবাগান!
সেমিফাইনাল ম্যাচের নিয়মেও সামান্য পরিবর্তন আনা হয়েছে। ম্যাচে যদি দ্বিতীয় ইনিংসের সময় বৃষ্টি আসে এবং ম্যাচের ফলাফল ডিএলএস মেথডে বের করা হয়, তাহলে এই ম্যাচে ১০ ওভার পরই ডিএলএস ব্যবহার করা যাবে। ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে টিম ইন্ডিয়ার সুবিধা হবে। সেমিফাইনাল ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। এমন পরিস্থিতিতে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে, না খেলাই ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া।