চুরি গিয়েছিল পদ্মশ্রী, CID তদন্তে বুলার পদক ফিরল ঘরে

Swimmer Bula Choudhury Padma Shri Medals stolen recovered in 48 hours under CID investigation

পদ্মশ্রী প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু (Swimmer) বুলা চৌধুরীর (Bula Chowdhury) উত্তরপাড়ার বাড়িতে ঘটে চুরির ঘটনা। চুরি যায় তাঁর বহু বছরের সঞ্চিত পদক, পদ্মশ্রী ব্যাজ (Padma Shri Medal), সাফে জেতা ৬টি সোনার মেডেল, তেনজিং নোরগে পুরস্কার-সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার।

গত বৃহস্পতিবার রাতে হিন্দমোটরের দেবাইপুকুর এলাকার ওই বাড়িতে চোরেরা পিছনের দরজা ভেঙে ঢোকে বলে অভিযোগ। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। শুক্রবার সকালে বাড়িতে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান বুলা দেবী। শূন্য ট্রফি-ক্যাবিনেট দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। সংবাদমাধ্যমের সামনে কাতর আবেদন করেন, “আমার মেডেলগুলো এনে দিন, ওগুলো আমার জীবনের সঞ্চয়।”

   

রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নামে স্থানীয় পুলিশ ও সিআইডি (CID)। লাগাতার তল্লাশি ও তদন্তের পর ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার হয় সমস্ত চুরি যাওয়া পুরস্কার। উদ্ধার হয়েছে পদ্মশ্রী ব্যাজ সহ অন্যান্য ট্রফি ও মেডেল। গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি পূর্বপরিচিত এবং বাড়ির গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল ছিল। তদন্তে উঠে আসছে আরো কিছু তথ্য, যা যাচাই করে দেখা হচ্ছে। বুলা চৌধুরী জানিয়েছেন, “পুরস্কারগুলো ফিরে পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এই মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগবে।”

Swimmer Bula Choudhury Padma Shri Medals stolen recovered in 48 hours under CID investigation

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন