IPL নিলামে চমক দিতে পারেন এই তরুণ ভারতীয় ব্যাটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) নতুন মরশুমকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ক্রিকেট প্রেমীদের নজর রয়েছে বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টের দিকে। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন…

Swastik Chikara

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) নতুন মরশুমকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ক্রিকেট প্রেমীদের নজর রয়েছে বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টের দিকে। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন একাধিক ক্রিকেটার। নজরকাড়া উঠতি ক্রিকেটারদের মধ্যে অন্যতম স্বস্তিক চিকারা (Swastik Chikara)।

Advertisements

সচিন পুত্র অর্জুন এক ম্যাচে নিলেন ৯ উইকেট

বিজ্ঞাপন

স্বস্তিক চিকারার বাবার একটাই ইচ্ছা ছিল, ক্রিকেটার হিসেবে ছেলে নিজের পায়ে দাঁড়াক। মাত্র ৫ বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলেন স্বস্তিক। প্রথম কোচ ছিলেন তাঁর বাবা। বাবার স্বপ্ন পূরণ করছেন ছেলে স্বস্তিক চিকারা। ঘরোয়া ক্রিকেটে আগুনে ব্যাটিং করছেন তিনি।

স্বস্তিক ইউপি টি-টোয়েন্টি লিগ ২০২৪-এ ৪৭টি ছক্কার সাহায্যে ৪৯৯ রান করেছেন। এই ইনিংসের সাহায্যে একাধিক রেকর্ড ভেঙেছেন তিনি। ইউপি টি-টোয়েন্টি লিগ ২০২৪-এ মিরাট ম্যাভেরিক্স দলের হয়ে খেলা স্বস্তিক চিকারা পুরো মরশুম জুড়ে মারকাটারি ব্যাটং উপহার দিয়েছেন। এই টুর্নামেন্টে ১২ ম্যাচ খেলে ৪৯.৯০ গড়ে ৪৯৯ রান করেছেন স্বস্তিক। এ সময় তাঁর ব্যাট থেকে পাওয়া গিয়েছে ৪৭টি ওভার বাউন্ডারি ও ৩০টি বাউন্ডারি। এই সময়ে ৫টি বড় রেকর্ড গড়েছিলেন স্বস্তিক। যার মধ্যে সবচেয়ে বেশি ছক্কা, সবচেয়ে বেশি বাউন্ডারি, সবচেয়ে বড় স্কোর, সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি রয়েছে।

হাবাসের কোচিংয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন সার্থক

৫০০ রানের গণ্ডি ছোঁয়া থেকে মাত্র ১ রান দূরে আউট হয়েছেন স্বস্তিক চিকারা। চলতি মরশুমে সবচেয়ে বেশি ৭৭টি বাউন্ডারি ও ৪৭টি ছক্কার রেকর্ড রয়েছে তাঁর দখলে। সেই সঙ্গে ১১৪ রানের সর্বোচ্চ স্কোরও ছিল তাঁর নামের পাশে।