ফরাসি বিপ্লবের দেশে আরও এক স্বপ্নিল পদক ভারতের

ফরাসি বিপ্লবের দেশে আরও এক পদক জয় ভারতের। অলিম্পিকে বৃহস্পতিবার ৫০ মিটার লং রেঞ্জ রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে। যারফলে ভারতের মোট পদকের সংখ্যা…

Swapnil Kusale Olympic

ফরাসি বিপ্লবের দেশে আরও এক পদক জয় ভারতের। অলিম্পিকে বৃহস্পতিবার ৫০ মিটার লং রেঞ্জ রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে। যারফলে ভারতের মোট পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। সম্প্রতি শুটিংয়ে মনু ভাকেড় ও সর্বজিত্ সিং ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন।

ডেঙ্গি থেকেই পরবর্তী অতিমারী? কয়েক কোটি মৃত্যুর সতর্কতা WHO-এর

   

তবে এদিন ইভেন্টের শুরু থেকে পিছিয়ে ছিলেন স্বপ্নিল। কিন্তু সময় যত গিয়েছে ততই পয়েন্ট বাড়িয়ে নিজের অবস্থান শক্ত করেছে সে।

তাঁর বিন্দাস মুডেই ঝড়, আপাতত দুনিয়ার ‘হটেস্ট ম্যান’ ওলিম্পিয়ান ইউসুফ ডিকেচ!

এর পরেও বাকি ছিল লড়াই। একটি শটের পরে ‘এলিমিনেশন’ ছিল। অর্থাৎ একজন করে বাদ পড়ছিলেন। তিন নম্বর স্থান ধরে রাখার চ্যালেঞ্জ ছিল স্বপ্নিলের কাছে। তিনি প্রথম শটে ১০.৪ মারার পর দ্বিতীয় এবং তৃতীয় শটে ৯.৪ ও ৯.৯ স্কোর করেন। তবে চতুর্থ স্থানে যিনি ছিলেন, তাঁর সঙ্গে এতটাই পার্থক্য ছিল যে স্বপ্নিল তৃতীয় স্থানে থেকে যান এবং ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেন।

IND vs SL: শ্রীলঙ্কা থেকে এল বড় আপডেট, প্রথম ম্যাচেই আশঙ্কা!

মহারাষ্ট্রের কামবালওয়াড়ি জেলায় জন্ম স্বপ্নিলের। ছোট থেকেই খেলোয়াড় হওয়ার স্বপ্ন ছিল তাঁর। দীর্ঘদিন পরিশ্রমের ফলে কমনওয়েলথ ও এবার অলিম্পিকে পদক জয়। বাবা শিক্ষক। মা গ্রাম পঞ্চায়েত প্রধান। ছোট থেকেই নিশানা ভাল ছিল স্বপ্নিলের। সেই কারণে বাবা তাঁকে ভর্তি করে দেন একটি শুটিং স্কুলে। ২০১৫ সালে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার রাইফেল প্রোন ৩ প্রতিযোগিতায় সোনা জেতেন তিনি। জাতীয় শুটিং প্রতিযোগিতার দু’বারের চ্যাম্পিয়ন স্বপ্নিলকে নিয়ে এ বার আশা ছিল। সেই আশা পূরণ করেছেন তিনি।