উৎসবের আসরে এসেছে সোনালি খবর। বঙ্গকন্যা জোড়া সোনা জয়ী। জাতীয় গেমসে (National Games) জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন সোনা জিতলেন হাই জাম্প ও হেপ্টাথলনে। তবে এই সোনার ভাগ পেলনা পশ্চিমবঙ্গ। কারণ স্বপ্না এ রাজ্যের হয়ে খেলেননি। তিনি নেমেছেন মধ্যপ্রদেশের হয়ে।
গুজরাটে চলছে জাতীয় গেমস। সেখানেই জলপাইগুড়ির বাসিন্দা স্বপ্না সোনালি স্বপ্ন দেখালেন। এদিকে তাঁর সোনা জয়ের খবরে জলপাইগুড়িতে পকিবার আনন্দিত। তবে বাংলার ক্রীড়া কর্তারা মুখ লুকোচ্ছেন। অভিযোগ, ঠিকমত পরিকাঠামো ও সুবিধা না পেয়ে মধ্যপ্রদেশের হয়ে জাতীয় গেমসে নেমেছেন স্বপ্না বর্মন।
স্বপ্নার সোনালি জয়ের পর রাজ্যের ক্রীড়া পরিকাঠামো নিয়ে অভিযোগ উগরে দিচ্ছেন অনেকেই। অভিযোগ, রাজ্য সরকার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন নিয়ে তেমন চিন্তিত নয়। অনেক খেলোয়াড় রাজ্য ছেড়ে অন্য রাজ্যের হয়ে প্রতিযেগিতায় নামছেন।
বাংলার এক কর্মকর্তা বললেন, টাকার জন্যই স্বপ্না যদি মধ্যপ্রদেশের হয়ে অংশ নিয়ে থাকেন বেশ করেছেন। এর মধ্যে কোনও অন্যায় নেই। গরু বা কয়লা চুরি তো করেননি।
স্বপ্না কেন বাংলার হয়ে অংশ নিলেন না, এটা নিশ্চিতভাবেই কোনও নেতা, মন্ত্রী জানতে চাননি। অভিযোগ অবহেলিত স্বপ্না ক্ষোভে রাজ্য ছেড়েছেন। একাংশ কর্মকর্তার কটাক্ষ গত বাম সরকারের আমলে তৈরি পরিকাঠামো শেষ। যদি বাংলার হয়ে জোড়া সোনা জিততেন স্বপ্না তাহলে তাঁর পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য নেতা, মন্ত্রীদের ভিড় জমত। স্বপ্না বর্মনের মধ্যপ্রদেশের হয়ে অংশ নেওয়াটা বাংলার জন্য লজ্জা।