মোহনবাগানের প্রথম ম্যাচেই ‘সাসপেন্ড’ অনিরুধ থাপা!

Anirudh Thapa Mohun Bagan

বৃহস্পতিবার বিকেল থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছিল একটা খবর। ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে গুঞ্জন, মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের প্রথম আইএসএল ম্যাচে নাকি খেলতে পারবেন না অনিরুধ থাপা! এরকম খবর ছড়িয়ে পড়ার পর মোহনবাগান সমর্থকদের মধ্যে স্বভাবতই উদ্বেগ বেড়েছে, কিন্তু ব্যাপারটা কী?

আসলে ইন্ডিয়ান সুপার লীগের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করা হয়েছিল। সেটাই জল্পনার কেন্দ্র বিন্দু। পোস্টে মোহন বাগান সুপার জায়ান্টের অনিরুধ থাপা এবং এফসি গোয়ার মিগুয়েল জাবাকোর ছবি দিয়ে বড় বড় করে লেখা ‘সাসপেন্ড’। ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই পোস্ট, আর দৃষ্টি আকর্ষণও করেছে। দুই ফুটবলারের ছবি ও লেখা দেখার পরেই জল্পনা শুরু হয়। কোন ম্যাচের কথা বলা হয়েছে সেটা ওই পোস্টে স্পষ্ট করে লেখা রয়েছে। অনেকেই সেটা লক্ষ্য করেছেন, আবার অনেকের চোখ এড়িয়ে গিয়েছে সেই লেখা।

   

ইন্ডিয়ান সুপার লীগ যেমন মাঠে খেলা হয়, তেমনই মাঠের বাইরেও মানে অনলাইনে খেলা হয়। অনলাইনে ইন্ডিয়ান সুপার লীগের পছন্দের ফুটবলারদের নিয়ে নিজের দল তৈরি করতে পারবেন গেমাররা। বাস্তবে যারা খেলেন অনলাইন ভার্সনেও তাদের নামের ক্যারেকটার রাখা হয়েছে। অনলাইন ভার্সনের আইএসএল-কে বলা হয় ISL Fantasy।

অনুরুধ থাপা, মিগুয়েল জাবাকোকে ISL Fantasy গেমের প্রথম ম্যাচ উইকে পাওয়া যাবে না বলে আলোচ্য পোস্টে জানানো হয়েছে। অনলাইনে টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথম সপ্তাহে এই দুই খেলোয়াড়কে নিয়ে গেমাররা দল সাজাতে পারবেন না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন