Bidyashagar Singh: ফের গোল করলেন ইস্টবেঙ্গল বাতিল বিদ্যাসাগর

bidyashagar singh

গোলের মধ্যেই রয়েছেন বিদ্যাসাগর সিং (Bidyashagar Singh)। কলকাতার মাঠে রবিবার গোল করেছেন তিনি। পাঞ্জাব এফসির বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার্স।

খুব একটা ভালো ফর্মে নেই ইন্ডিয়ান সুপার লীগের দল কেরালা ব্লাস্টার্স। Durand Cup থেকে আগেই ছিটকে গিয়েছিল দল। বিদেশি ফুটবলারদের নামিয়েও কাজের কাজ হয়নি। আপাতত দলের টার্গেট আসন্ন ইন্ডিয়ান সুপার লীগে ভালো পারফরম্যান্স করে দেখানো। প্রিয় দলের ধারাবাহিক ব্যর্থতা দেখে ক্লাবের সমর্থকরা যারপরনাই অসন্তুষ্ট।

   

এদিনের প্রস্তুতি ম্যাচেও জিততে পারেনি পাঞ্জাব এফসি। ২-৩ গোল হেরে গিয়েছে কেরালার দলটি। আসন্ন ইন্ডিয়ান সুপার লীগে খেলবে পাঞ্জাব এফসি। গত মরসুমের আই লীগ চ্যাম্পিয়ন হয়েছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব। তারাই এখন নাম বদল করে পাঞ্জাব এফসি। কেরালা ব্লাস্টার্স হারলেও বিদ্যাসাগরের ফর্মে থাকা দলের জন্য কিছুটা স্বস্তির বিষয়।

এর আগে Durand Cup-এর ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল দলের বিরুদ্ধে ৫-০ গোলে জিতেছিল কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন বিদ্যাসাগর সিং। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলার সময় আলোচনায় উঠে এসেছিলেন তরুণ এই ফুটবলার। পরে যথেষ্ট সুযোগ না পেয়ে বেশিরভাগ সময়ে কাটিয়েছিলেন মাঠের বাইরে। এবার নতুন করে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছেন তিনি। কেরালা ব্লাস্টার্স দল হিসেবে ভালো ফর্মে নেই। বিদ্যা নির্ভরতা দিতে পারলে প্রথম একাদশে নিজের জায়গা পাকা করে ফেলতে পারেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন