বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ডিসেম্বরের পর থেকে ক্রিকেট মাঠে প্রবেশ করেননি। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের অধিনায়কত্ব করছিলেন। ওই সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। গোড়ালিতে চোট। এদিকে তিনি স্পোর্টস হার্নিয়ায় ভুগছিলেন এবং অস্ত্রোপচারও করা হয়েছিল। কিছুদিন আগে জার্মানিতে গোড়ালিতে অস্ত্রোপচার হয়। যে কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। যাদব এখনও আইপিএলে খেলতে পারেননি। ব্যর্থ হয়েছেন দুটি এনসিএ পরীক্ষায়। প্রশ্ন উঠছে, কতো দিন পর মাঠে নামতে পারবেন সূর্যকুমার?
বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের জন্য সূর্যকুমার যাদব ফিট নন বলে মঙ্গলবার একাধিক মিডিয়া রিপোর্টে প্রকাশিত হয়েছে। তবে তৃতীয় বা চতুর্থ ম্যাচেই তিনি ফিট হয়ে মাঠে ফিরতে পারেন বলেও আশা করা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে সূর্য সম্প্রতি নেটে ফিরেছেন। এখন শুধু এনসিএ-র ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন তিনি ও মুম্বাই ইন্ডিয়ান্স।
সূর্যকুমার যাদব যদি আইপিএলে পুরোপুরি ফিট থাকেন এবং দুর্দান্ত পারফর্ম করেন, তাহলে তা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হবে। আগামী ১ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ১ মে’র মধ্যে ভারত সহ সব দলকে স্কোয়াড প্রকাশ করতে হবে। এমন পরিস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটসম্যান যদি ফিট থাকেন, তাহলে তা গোটা দেশের জন্যই সুখবর।
সূর্যকুমার যাদব তাঁর তিন বছরেরও কম সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজেকে সেরা টি২০ ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ভারতের হয়ে ৬০টি টি-টোয়েন্টি, ৩৭টি ওয়ানডে ও ১টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে তাঁর রেকর্ড সবচেয়ে চমকপ্রদ। ৫৭ ইনিংসে ১৭ টি হাফ সেঞ্চুরি ও ৪ টি সেঞ্চুরি সহ ২১৪১ রান করেছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর গড় ৪৫-এর বেশি এবং স্ট্রাইক রেট ১৭১.৫৫।
এছাড়া আইপিএলে এখনও পর্যন্ত ১৩৯টি ম্যাচ খেলে ৩ হাজার ২৪৯ রান করেছেন সূর্য। আইপিএলে ৩২.১৭ গড় ও ১৪৩.৩২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। আইপিএলে ২১টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।