ফাইনালের আগে ‘মিস্টার ৩৬০ ড্রিগ্রি’ সতর্ক করল ICC! আর কী পদক্ষেপ?

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup Final) ফাইনালের আগে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ…

Suryakumar Yadav warned by ICC ahead India vs Pakistan in Asia Cup Final

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup Final) ফাইনালের আগে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ জয়ের পর দেওয়া এক মন্তব্যকে ঘিরে চরম বিতর্ক ছড়ায়। অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। জানা গিয়েছে (India Cricket News) এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সূর্যকুমারকে সতর্ক করে দেয়, রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকতে হবে তাঁকে (Bengali Sports News)।

Advertisements

অপারেশন সিঁদুর এবং শহিদদের উদ্দেশে বার্তা

১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভারত-পাক ম্যাচে জয়ের পর সূর্যকুমার সেই সাফল্য উৎসর্গ করেছিলেন পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত ভারতীয়দের প্রতি। পাশাপাশি তিনি “অপারেশন সিঁদুর” প্রসঙ্গও তোলেন। যা ছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের এক পাল্টা অভিযান, যেখানে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। জানা যায়, এই মন্তব্যেই আপত্তি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সরকারিভাবে আইসিসির কাছে অভিযোগ দায়ের করে।

   

শুনানি ও আইসিসির প্রতিক্রিয়া

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসর ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি করেন। সূত্রের খবর অনুযায়ী, ভারত অধিনায়ককে ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। এমনকি ম্যাচ ফ্রির ৩০ শতাংশ কাটার নির্দেশ দিয়েছে আইসিসি।

করমর্দন বিতর্ক এবং আইসিসির অবস্থান

তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। একই ম্যাচের পর আরও একটি বিষয় ঘিরে জলঘোলা হয়। পাকিস্তান অভিযোগ তোলে, টসের পর দুই অধিনায়ক করমর্দন না করায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে দায়ী করে তারা। এমনকি তাঁর অপসারণের দাবিও তোলে পাকিস্তান। যদিও আইসিসি এই দাবি নস্যাৎ করে জানায়, পাইক্রফ্ট এমন কোনও নির্দেশ দেননি।

দেরিতে মাঠে প্রবেশ, নতুন বিতর্ক

এই ঘটনার পরে পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে মাঠে আসে পাকিস্তান দল। এর ফলে ম্যাচের সময়ও পিছিয়ে যায়। পাকিস্তান বোর্ডের দাবি ছিল, পাইক্রফ্ট নাকি এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, এমন কোনও ঘটনা ঘটেনি। বরং এই দাবিকে ‘মিথ্যাচার’ বলে অভিহিত করে তারা।

এশিয়া কাপ ফাইনালের আগেই ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের উত্তেজনা ফের সামনে এল। রাজনৈতিক প্রসঙ্গকে মাঠের বাইরের বিষয় বলা হলেও, খেলোয়াড়দের মন্তব্য ঘিরে ক্রমেই তা বিতর্কের জন্ম দিচ্ছে।

Suryakumar Yadav warned by ICC ahead India vs Pakistan in Asia Cup Final