আবারও মন জয় করার মতো কাজ করলেন Suryakumar Yadav। ৪ জুলাই সন্ধ্যায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দল নরিম্যান পয়েন্ট থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত একটি খোলা বাসে বিজয় প্যারেড (T20 World Cup 2024 Parade) করে। চারদিক থেকে টিম ইন্ডিয়ার বাস ঘিরে খেতাব জয় উদযাপন করছিলেন লক্ষ লক্ষ ভক্ত। খেলোয়াড় ও সমর্থকরা সবাই বিশ্বকাপ জয়ের জন্য গা ভাসিয়েছিলেন আনন্দের জোয়ারে। এই বিজয় প্যারেড চিরস্মরণীয় হয়ে থাকবে।
Suryakumar Yadav: এবার বোঝা গেল দুধে জল ছিল কি না! সামনে এল সূর্যের নেওয়া ক্যাচের নতুন ভিডিও
রাস্তায় এত সংখ্যায় ভক্ত আসবেন এটা হয়তো অনেকেই প্রত্যাশা করেনি। তবে এত ভক্ত দেখে বড় বড় সেলিব্রিটিরাও তাঁদের ফিডব্যাক দিয়েছেন। ভারতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা-ও টিম ইন্ডিয়ার বিজয় কুচকাওয়াজ নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। টুইটারে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন…
Kya baat keh di sir 🤗❤️ https://t.co/cVPZ6idyIQ
— Surya Kumar Yadav (@surya_14kumar) July 4, 2024
ভারতীয় দলের তারকা খেলোয়াড় সূর্যকুমার যাদব আনন্দ মাহিন্দ্রার টুইটের জবাব দিয়েছেন। তিনি টুইট করেন, ‘ক্যা বাত কার দি স্যার (কি দারুণ বললেন স্যার)। ‘ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচের শেষ ওভারে ১৬ রান ডিফেন্ড করতে হয়েছিল ভারতীয় দলকে।
সেই ওভারটিতে বল করছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর ওভারের প্রথম বলে দারুণ এক শট খেলেছিলেন ডেভিড মিলার। বল প্রায় ওভার বাউন্ডারি হয়েই যাচ্ছিল। কিন্তু সূর্যকুমার যাদব বাউন্ডারি রোপের কাছে ইনসাইড আউটে ম্যাচ জেতানো ক্যাচ নেন। এই ক্যাচের কথা লেখা থাকবে ইতিহাসের পাতায়।
MI ফ্যানদের কাছ থেকে এবার কি যোগ্য সম্মান পাবেন Hardik Pandya? জবাব দিলেন
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ২৯ জুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কিন্তু এরপরই বার্বাডোজে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে শুরু করেছিল। যার জেরে সেখানেই আটকে যায় ভারতীয় দল। বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। যার জেরে একটু দেরিতে ভারতে পৌঁছেছে বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়া। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের রাজকীয়ভাবেই স্বাগত জানালেন ভারতীয় সমর্থকরা।