এশিয়া কাপে (Asia Cup) ফাইনালে পৌঁছনোর দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত (India)। সুপার ফোরে (Asia Cup Super Four) দুরন্ত জয়ে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বসে ফুটছে সূর্য কুমার যাদবরা (Suryakumar Yadav)। সামনে এখন বাংলাদেশ (India vs Bangladesh), যারা ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে হারিয়েও নিজেদের শক্তির পরিচয় দিয়েছে (Bengali Sports News)। তবে ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, তা ভুলে ভারত (India Cricket News) কোনওভাবেই হালকা ভাবে নিচ্ছে না লিটন দাসদের দলকে।
দুবাইয়ের গরম, উইকেটের চরিত্র, আর ফাইনাল আগে আত্মবিশ্বাস ধরে রাখার লড়াই। সব মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চাইছে ভারত। সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে যে একাদশ খেলেছিল, বাংলাদেশের বিরুদ্ধেও একই দল নামার সম্ভাবনা প্রবল। অর্থাৎ, বাড়তি কোনও পরীক্ষানিরীক্ষার পথে হাঁটছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বুমরাহর ফর্ম নিয়ে ভাবনা?
পাকিস্তান ম্যাচে একমাত্র চিন্তার ভাঁজ ছিল জশপ্রীত বুমরাহ। ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার। যদিও ভারতীয় শিবির এটিকে ‘দুর্ঘটনা’ বলেই দেখছে। কারণ, বুমরাহ মানেই যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। তাই তাঁকে নিয়ে বাড়তি পরীক্ষা করার কোনও প্রয়োজন দেখছে না সূর্য-গম্ভীররা।
বুমরাহর পাশাপাশি আবার কুলদীপ যাদবের স্পিন, শিবম দুবের লাইন-লেংথ। সব মিলিয়ে বল হাতে ভারত যথেষ্ট শক্তিশালী। দুবাইয়ের গরমে স্পিনাররা যেমন কার্যকরী হয়ে উঠতে পারেন, তেমনই কুলদীপদের সামলাতে বাংলাদেশ যে সমস্যায় পড়বে, তা বলাই বাহুল্য।
ফিল্ডিংয়ে ‘বাটার ফিঙ্গার’ সমস্যার সমাধান জরুরি
পাকিস্তান ম্যাচে আরও একটা বড় সমস্যা ছিল ফিল্ডিং। মোট পাঁচটি ক্যাচ মিস করেছেন ভারতীয়রা। অভিষেক শর্মা, কুলদীপ যাদব, শুভমন গিল সবাই ‘লোপ্পা’ ক্যাচ ফেলেছেন। এই জায়গায় উন্নতি না হলে বড় ম্যাচে খেসারত দিতে হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে সেই ‘ফিল্ডিং টেস্ট’ দিতে হবে সূর্যদের। বিশেষ করে নকআউট ম্যাচের আগে এই ভুলগুলি শুধরে ফেলা জরুরি। কারণ, ফাইনালে যে প্রতিপক্ষই থাকুক না কেন, সুযোগ হাতছাড়া করলে খেসারত দিতেই হবে।
ব্যাট হাতে আবার ভারতীয়দের ফর্ম ঈর্ষণীয়। শুভমন গিল, অভিষেক শর্মার আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষের বোলারদের দিশেহারা করে দিচ্ছে। এশিয়া কাপে ধারাবাহিক ভাবে রান করছেন ব্যাটাররা। সূর্যকুমার যাদব, তিলক বর্মা রয়েছেন ছন্দে। বাংলাদেশের বিরুদ্ধে এই ব্যাটিং লাইনআপ যে বড় চাপ সৃষ্টি করতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।
শক্তির বিচারে ভারতই এগিয়ে
লিটন দাসদের দলের চেয়ে কাগজে-কলমে বহুগুণ এগিয়ে ভারত। তবে ক্রিকেটে কিছুই নিশ্চিত নয়। বরং, এখানেই সূর্যকুমার যাদব চাইছেন ম্যাচটাকে পুরো গুরুত্ব দিয়ে খেলতে। নিজেদের খেলা আরও নিখুঁত করে তোলাই এখন মূল লক্ষ্য। ফাইনালের আগে এই ম্যাচ হয়ে উঠছে ভারতীয় দলের কাছে ‘জেনারেল রিহার্সাল’।
🔥 India vs Bangladesh – The Rivalry Gets Real! 🔥
India 🏏 vs 🏏 Bangladesh – Asia Cup ka most awaited battle !
Kaun Jitega….Batao Batao Batao !!
🎯 Predict your winner + Drop UID
💸 Correct guess = $USDT Rewards⚡ Claim Bonus: https://t.co/1F7KCXSgoB
📲 Telegram… pic.twitter.com/3l53OL9HeL
— BC.GAME INDIA (@bcgameIN) September 24, 2025
Suryakumar Yadav aware for Fielding to Batting of India vs Bangladesh in Asia Cup Super Four match

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
