উত্তেজনার মুহূর্তে ‘ভুল শব্দ’! কি জানালেন সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্য?

কলকাতা ফুটবল লিগের (CFL 2025) প্রিমিয়ার ডিভিশনকে ঘিরে বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন সুরুচি সংঘের (Suruchi Sangha) প্রধান কোচ রঞ্জন ভট্টাচার্য (Ranjan Bhattacharyya)। রাজ্য ফুটবল সংস্থা…

Suruchi Sangha coach Ranjan Bhattacharyya apologizes to IFA for comment during CFL 2025 match

কলকাতা ফুটবল লিগের (CFL 2025) প্রিমিয়ার ডিভিশনকে ঘিরে বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন সুরুচি সংঘের (Suruchi Sangha) প্রধান কোচ রঞ্জন ভট্টাচার্য (Ranjan Bhattacharyya)। রাজ্য ফুটবল সংস্থা আইএফএর (IFA) বিরুদ্ধে “চক্রান্ত” করার অভিযোগ তুলে সংবাদমাধ্যমে সরব হওয়ায় বড় শাস্তির মুখে পড়তে হল তাঁকে। শেষ পর্যন্ত রবিবার (১০ আগস্ট) সাংবাদিক সম্মেলন করে নিঃশর্ত ক্ষমা চাইলেন এই অভিজ্ঞ কোচ।

ঘটনার সূত্রপাত ৫ আগস্ট সুরুচি সংঘ বনাম ক্যালকাটা কাস্টমস ম্যাচের পর। ম্যাচটি ২-২ গোলে শেষ হয়। খেলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন ভট্টাচার্য বিস্ফোরক অভিযোগ করেন, “আইএফএ সুরুচি সংঘের বিরুদ্ধে চক্রান্ত করছে। আমরা যেখানে ৬টি ম্যাচ খেলেছি, অন্য দলগুলি ইতিমধ্যে সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে। এতে আমাদের গেম রিদম নষ্ট হচ্ছে। আইএফএ সচিব অনির্বাণ দত্তকে চ্যালেঞ্জ করছি, কেন এই বৈষম্য?”

   

এই মন্তব্যের পরেই আইএফএর তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। সংস্থার মতে, কোচের এই ধরনের মন্তব্য অবমাননাকর এবং আইএফএর ভাবমূর্তি ক্ষুণ্নকারী। এরপরই সুরুচি সংঘ ক্লাবকে চিঠি পাঠিয়ে ৮ আগস্ট, বিকেল ৪:৩০টায় রঞ্জন ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে আইএফএর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখানেই জানানো হয়, সন্তোষজনক জবাব না মিললে কড়া শাস্তি অবধারিত।

৮ আগস্ট আইএফএর শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে হাজির হন রঞ্জন ভট্টাচার্য। যদিও সেদিন তিনি তাঁর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন, তবু আইএফএ পুরোপুরি সন্তুষ্ট হয়নি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং দুই ম্যাচের জন্য সাসপেন্ডও করা হয়। এই শাস্তি মেনে না নিলে পুরো মরসুমের জন্য তাঁকে নির্বাসিত করা হবে বলেও জানিয়ে দেয় নিয়ামক সংস্থা।

Advertisements

এরই প্রেক্ষিতেই ১০ আগস্ট ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান রঞ্জন ভট্টাচার্য। সেখানে তিনি বলেন, “সেদিন ম্যাচের পরে উত্তেজনার কারণে আমি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। ‘চক্রান্ত’ শব্দটি ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি আইএফএর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কিছু বলতে চাইনি। এটি সম্পূর্ণভাবে হিট অফ দ্য মোমেন্ট ছিল। আমি দুঃখিত এবং অনুতপ্ত। আমি খেলাধুলার নিয়ম ও শৃঙ্খলা মানি। ভবিষ্যতে এমন ভুল আর হবে না।” সঙ্গে তিনি যোগ করলেন, “আমার কিছু কথা যেটা আমার ক্লাব মারফত যদি বলতাম, তাহলে যেটা নিয়মে মধ্যে পড়ত। সেই জায়গ থেকে আমার ভুলই হয়েছে।”

সঙ্গে ছিলেন সুরুচি সংঘের সচিব স্বরূপ বিশ্বাসও। তিনি বলেন, “ঘটনার পরপরই আইএফএর শোকজ নোটিস আমরা পেয়েছিলাম। সেই অনুযায়ী আইএফএ অফিসে হাজির হয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছিলাম। কোচ রঞ্জন ভট্টাচার্য একজন সৎ এবং অভিজ্ঞ মানুষ। উত্তেজনার বশে ভুল কিছু মন্তব্য করেছেন। তাতে ক্লাব এবং কোচ দু’জনেই দুঃখপ্রকাশ করেছে।”

Suruchi Sangha coach Ranjan Bhattacharyya apologizes to IFA for comment during CFL 2025 match