কলকাতা ফুটবল লিগ ২০২৫ (CFL 2025) দ্বিতীয় ম্য়াচেই কার্যত মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। এগিয়ে থেকেও সুরুচি সংঘের (Suruchi Sangha) বিরুদ্ধে ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচে আধিপত্য দেখাতে না পারায় হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরা। পাশাপাশি, ম্যাচ শেষে সুরুচি কোচ রঞ্জন ভট্টাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ।
নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন গুইতে। কিন্তু বিরতির পর, দ্বিতীয়ার্ধ শুরু হতেই মাত্র ২ মিনিটের মধ্যে গোল শোধ করে দেন সুরুচির বনসল। এরপর ৬৯ মিনিটে সুরুচির বাবলু ওঁরাও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অর্থাৎ শেষ ২০ মিনিটেরও বেশি সময় ১০ জনে খেলেও ইস্টবেঙ্গলকে আটকে রাখে সুরুচি সংঘ।
এই পারফরম্যান্সে অনেকেই প্রশ্ন তুলছেন ইস্টবেঙ্গলের রণনীতির ওপর। কারণ, প্রথম ম্য়াচে মেসারার্সকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া দলই যেন সুরুচির সামনে এসে দিশেহারা হয়ে পড়ল।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে সুরুচি কোচ রঞ্জন ভট্টাচার্যের (Ranjan Bhattacharya) মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তিনি বলেন, “ইস্টবেঙ্গল ও সুরুচির মধ্যে কোনও পার্থক্য নেই। পার্থক্য শুধু জার্সির রঙে।”
তিনি আরও দাবি করেন, যদি ম্যাচটা ৩ জুলাই দুপুর ৩টের সময় হত, তাহলে “ডুগডুগি বাজিয়ে ইস্টবেঙ্গলকে ঘুরিয়ে দিতাম।” তাঁর কথায়, সন্ধ্যার আলোতে খেলার সুযোগ ইস্টবেঙ্গলের কাছে আশীর্বাদ হয়ে আসে।
Ranjan Bhattacharya (Suruchi Sangha Coach) : “The game was supposed to happen from 3 PM but it was delayed from 5 PM. This things in CFL happens only when we play East Bengal. We would have made them dance in our tunes if the match was played from 3 PM”pic.twitter.com/B40axG29Vj
— Mohun Bagan Hub (@MohunBaganHub) July 4, 2025
এমনকি তিনি জানান, ইস্টবেঙ্গল কার্যত হার বাঁচিয়েছে এই ম্যাচে।উল্লেখযোগ্যভাবে, গত সিজনে এই সুরুচি সংঘকেই ৫-০ গোলে পরাস্ত করেছিল ইস্টবেঙ্গল। সেই তুলনায় এবারের ড্র ফলাফল যথেষ্টই হতাশাজনক লাল-হলুদ ভক্তদের কাছে।
রঞ্জন ভট্টাচার্যের মতে, কোচিং এবং ফুটবল বিশ্লেষণ থেকেই তিনি আগেভাগেই বুঝে গিয়েছিলেন ফলাফল কী হতে চলেছে। তাঁর কথায়, “আমি প্রথম ম্যাচ দেখে বুঝে গিয়েছিলাম। ছেলেদের বলেছিলাম চাপ না নিয়ে খেলতে।”
লিগের একেবারে শুরুতেই এভাবে পয়েন্ট খোয়ানো এবং প্রতিপক্ষ কোচের কটাক্ষে উত্তপ্ত হয়ে উঠেছে লাল-হলুদ শিবির। সামনে আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে ক্লাবকে, আর তার আগে এই ম্যাচ হয়তো এক বড় সতর্কবার্তা।
Suruchi Sangha Coach Ranjan Bhattacharya Controversial Comment on East Bengal FC after draw match in CFL 2025